Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৩

দাদার হাতে ছুরিকাহত বোন, উত্তেজনা বেঙ্গালুরুতে

আরম্ভ ওয়েব ডেস্ক
দাদার হাতে ছুরিকাহত বোন, উত্তেজনা বেঙ্গালুরুতে

মেট্রো শহরে মেয়েদের নিরাপত্তা ঘিরে আবারও উঠল প্রশ্ন। দিল্লি ভয়াবহ সড়ক দুর্ঘটনার আবহেই এবার বেঙ্গালুরুতে আক্রান্ত কলেজ পড়ুয়া ।মৃতা তরুণী বিটেক দ্বিতীয় বর্ষেরই ছাত্রী। প্রেমে প্রত্যাখ্যানের জন্যই এই ঘটনা বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, সোমবার বেঙ্গালুরুর প্রেসিডেন্সি কলেজের করিডোরে ১৯ বছরের এক ছাত্রীর মৃতদেহ দেখতে পায় তার সহপাঠীরা ।  ছুরিকাঘত অবস্থায় মেয়েটিকে তাঁর বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পরে প্রেমিকাকে আঘাত করার অনুশোচনায় পুরুষ সঙ্গীও আত্মহত্যার চেষ্টা করে। তাকেও সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। 

ঘটনা প্রসঙ্গে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, মৃতা তরুণী এবং ছেলেটি পূর্ব পরিচিত। বেঙ্গালুরু পুলিশের সুপারিন্টেন্ডেন্ট মল্লিকার্জুন বালাদণ্ডি জানান, সম্পর্কে মৃতা তরুণীর দাদা এই ছেলেটি গত কয়েক বছর ধরে মেয়েটির বাবা- মাকে বিয়ের ব্যাপারে রাজী করাবার চেষ্টা করছিল। কিন্তু তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, ছেলেটিকে তাঁর মেয়ের থেকে দূরে থাকতে বলে। কিন্তু ছেলেটি আড়ালে মৃতা তরুণীর সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

এই হত্যার ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা তার জন্য পুলিশ কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কিভাবে, এত কড়া নিরাপত্তার মধ্যে বাইরের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ভেতরে ঢুকে এক ছাত্রীকে খুন করে দিয়ে গেল তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!