- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৭, ২০২৩
এশিয়া কাপ বিতর্কে পাকিস্তানের পাশে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, বয়কট করতে পারে ভারত

এশিয়া কাপ নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। এবার এশিয়া কাপ আয়োজন বিতর্কে পাকিস্তানের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই দুই দেশ পাকিস্তানের বিকল্প ভেন্যুর প্রস্তাব সমর্থন জানিয়েছে। আর শ্রীলঙ্কা ও বাংলাদেশকে পাশে পেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওপর চাপ তৈরি করছে পাকিস্তান। তেমন পরিস্থিতি তৈরি হলে এবার এশিয়া কাপ বয়কটের পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপ আয়োজন নিয়ে কিছুদিন আগেই ভারতের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড এই দুই দেশকে আসন্ন কয়েকটা সিরিজ বাতিলের হুমকি দেয়। আর এই হুমকির জেরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলকে সমর্থন জানিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আফগানিস্তান অবশ্য আগের মতোই নিরপেক্ষ ভূমিকা পালন করছে।
উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছে, ভারতের ম্যাচ বাদে অন্য দেশের ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজন করবে। আর ভারতের ম্যাচগুলি হবে নিরপেক্ষ দেশে। এছাড়া, পাকিস্তান দুটি পর্যায়ে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে। প্রথম পর্যায়ের ম্যাচগুলি তারা নিজেদের দেশে আয়োজন করবে। আর ভারতের ম্যাচ এবং ফাইনাল হবে নিরপেক্ষ দেশে।
ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য আগের মতোই নিজেদের অবস্থানে অনড়। নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে যেতে তো চায় না, পাশাপাশি সে দেশে এশিয়া কাপ হোক, সেটাও চায় না। এমনকি সংযুক্ত আরব আমিরশাহীতেও এশিয়া কাপ আয়োজনের পক্ষপাতি নয়। কারণ সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রচন্ড গরম থাকে। এর আগে সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে সমস্যায় পড়েছিল ভারত। সেকথা মাথায় রেখেই আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পছন্দের তালিকায় রয়েছে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ, পাকিস্তানের আপত্তি রয়েছে। ভারতের প্রস্তাবে যদি অন্য দেশগুলি রাজি না হয়, তাহলে এশিয়া কাপ বয়কট করতে পারে ভারত। পরিবর্তে বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাঁচদেশীয় সিরিজ আয়োজন করতে পারে। আগামী সপ্তাহে এশিয়া ক্রিকেট কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হচ্ছে। সেখানেই এশিয়া কাপের আয়োজনের বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে। তারপরই সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
❤ Support Us