Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৬, ২০২৩

মাটিগাড়ায় নাবালিকা খুন, বিচারের দাবিতে পাহাড়ে বনধ। খোলেনি দোকান-পাট, থমকে বাসের চাকা। বিপাকে পর্যটকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
মাটিগাড়ায় নাবালিকা খুন, বিচারের দাবিতে পাহাড়ে বনধ। খোলেনি দোকান-পাট, থমকে বাসের চাকা। বিপাকে পর্যটকরা

২০১৭ সালের ফর ফের পাহাড় বনধে স্তব্ধ হল। মাটিগাড়ায় ছাত্রী খুনের ঘটনায় এখন পাহাড় উত্তপ্ত। ছাত্রী খুনের ঘটনায় দোষীর সাজার দাবিতে এবং এই নারকীয় ঘটনার প্রতিবাদে শনিবার ২৪ ঘন্টা পাহাড় বন্‌ধের ডাক দিয়েছে গোর্খা সেবা সেনা। তাদের ডাকা বন্‌ধকে সমর্থন জানিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি-সহ বিজেপি। এর ফলে পরাহে সর্বাত্মক বনধ হচ্ছে। একদিকে বৃষ্টি  তার উপর বন্‌ধ দু’য়ে মিলে শনিবার সপ্তাহের শেষ দিনে পাহাড় একেবারে স্তব্ধ। তবে আচমকা এই বনধের ফলে বিপর্যস্ত পাহাড়ের পর্যটকরা। গত ৬ বছর পর পাহাড় আবার এই রকম সর্বাত্মক বনধ-এর মুখোমুখি হল। নধের জেরে শনিবার সকাল থেকে দার্জিলিং পাহাড়ের সমস্ত দোকান -পাট, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রাস্তায় চলছে শুধু সরকারি বাস।

প্রসঙ্গত, সোমবার রাতে স্কুলের পোশাক পরা অবস্থায় এক নাবালিকা ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় শিলিগুড়ির মাটিগাড়ায়। জানা গিয়েছে, নাবালিকার বাড়ি থাপড়াইল এলাকায়। স্কুল ছুটির পর হাঁটা পথেই ওই ফাঁকা জায়গায় পৌঁছেছিল ওই  নাবালিকা। সঙ্গে ছিল অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কোনওভাবে ঝোপ-জঙ্গলে ভরা ঘরে ওই নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত যুবক । এরপরই তাকে ধর্ষণের চেষ্টা করে সে। নাবালিকা বাধা দেওয়ায় রাগের মাথায় ঘরে পড়ে থাকা ইট দিয়ে ওই নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। এরপর ৬ ঘণ্টা কাটতে না কাটতেই ধরা পড়ে লেনিন কলোনির বাসিন্দা অভিযুক্ত মহম্মদ আব্বাস। তা নিয়েই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিকে এই ঘটনায় শিলিগুড়িতে ইতিমধ্যেই বনধ ডেকেছিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার পাহাড়েও রাজনৈতিক দলগুলি সমবেত ভাবে বনধ ডাকল। গোর্খা সেবা সেনার মুখপাত্র বিক্রম আধিরাই এই প্রসঙ্গে জানিয়েছেন, “নাবালিকাকে খুনের প্রতিবাদে ও দোষীর ফাঁসির দাবিতে ২৪ ঘন্টার জন্য বনধ ডাকা হয়েছে।” গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমরা নাবালিকার বাড়িতে গিয়েছিলাম। ওই পরিবারের পাশে আমরা রয়েছি। আমরাও চাই অভিযুক্তের ফাঁসি হোক। তাই বনধকে আমরা সমর্থন জানাচ্ছি।” অন্যদিকে পাহাড়ের দার্জিলিং জেলা বিজেপির সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, “রাজ্যে যে ধরনের সন্ত্রাস চলছে তার বিরোধিতা করেই এই বনধকে আমরা  সমর্থন করছি। আমরাও চাই অভিযুক্ত কড়া শাস্তি পাক।”

এদিকে শনিবারের বনধকে সমর্থন করেনি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। দলের সভাপতি অনীত থাপা বলেন, “আমরা কমিশনারের সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপি দিয়েছি। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। পুলিশের উপর আমাদের আস্থা আছে। বনধ করে কিছু পাওয়া যায় না।” যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পাহাড়ে পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত রয়েছে। তবে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে বনধ পালিত হচ্ছে। খোলেনি কোনও দোকান-বাজার।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!