Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২১, ২০২৩

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল ভারত

আইসিসি–র একদিনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর দল নিউজিল্যান্ড। আর ভারত আছে ৪ নম্বরে। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা দলের নমুনা দেখাতে পারল না নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে উড়ে গেল ৮ উইকেটে। প্রথম ম্যাচে ১২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জিতে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের একদিনের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট ৩৪.‌৩ ওভারে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ২০.‌১ ওভারে ১১১/‌২ তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। পঞ্চম বলে ফিন অ্যালেনকে (০) তুলে নিয়ে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন সামি। ষষ্ঠ ওভারে আঘাত হানেন মহম্মদ সিরাজ। তাঁর বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন হেনরি নিকোলস (‌৬)‌। পরের ওভারে ড্যারিল মিচেলকে (‌১)‌ তুলে নিয়ে আবার ধাক্কা মহম্মদ সামির। দশম ওভারে ডেভন কনওয়েকে (‌৭)‌ ফেরান হার্দিক। পরের ওভারে অধিনায়ক টম লাথামকে (‌১)‌ ফেরান শার্দুল ঠাকুর।
১৫ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের পরে নিউজিল্যান্ড। এরপর চাপ কাটানোর চেষ্টা করেন গ্লেন ফিলিপ এবং মাইকেল ব্রেসওয়েল। এই জুটি ধীরে ধীরে নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যাচ্ছিলেন। ক্রিজে জমে যাওয়া ব্রেসওয়েলকে (‌৩০ বলে ২২)‌ তুলে নিয়ে নিউজিল্যান্ডকে একেবারে কোণঠাসা করে দেন মহম্মদ সামি। ৫৬ রানে ৬ উইকেট হারানো নিউজিল্যান্ডের মান বাঁচাল গ্লেন ফিলিপ ও মিচেল স্যান্টনার। এই জুটি নিউজিল্যান্ডকে ১০০ রানের গন্ডি পার করে দেয়। ৩১ তম ওভারের প্রথম বলে স্যান্টনারকে (‌৩৯ বলে ২৭)‌ জুটি ভাঙেন হার্দিক। পরের ওভারেই ওয়াশিংটনের বলে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হন গ্লেন ফিলিপস (‌৫২ বলে ৩৬)‌। ভারতের হয়ে দুরন্ত বোলিং করে ১৮ রানে ৩ উইকেট তুলে নেন সময়। ২টি করে উইকেট পান হার্দিক ও ওয়াশিংটন। ১টি করে উইকেট নেন সিরাজ, শার্দূল ও কুলদীপ।
১০৯ রানের রানের পুঁজি নিয়ে লড়াই করার ক্ষমতা ছিল না নিউজিল্যান্ড বোলারদের। তার ওপর দারুণ ছন্দে রয়েছেন কোহলি, শুভমানরা। ম্যাচ জিততে গেলে অবিশ্বাস্য বোলিং করতে হত লকি ফার্গুসন, হেনরি সিপলিদের। ভারতীয় দলের দুই ওপেনার সেই সুযোগ দেননি কিউয়ি বোলারদের। ১০ ওভারেই ৫২ রানে পৌঁছে যায় ভারত। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মিটিয়ে নিলেন রোহিত শর্মা। ৪৭ বলে তিনি পৌঁছে যান ৫০ রানে। ৫০ বলে ৫১ রান করে তিনি সিপলির বলে এলবিডব্লিউ হন। স্যান্টনারের বলে স্টাম্প আউট হন বিরাচ কোহলি। ৯ বলে তিনি করেন ১১। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শুভমান গিল ও ঈশান কিশান। ৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন শুভমান। ৯ বলে ৮ রান করে অপরাজিত থাকেন ঈশান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!