Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ২৫, ২০২২

দীপাবলি উপলক্ষ্যে ভারত–পাকিস্তান সীমান্তে সৌহার্দ্য বিনিময়

আরম্ভ ওয়েব ডেস্ক
দীপাবলি উপলক্ষ্যে ভারত–পাকিস্তান সীমান্তে সৌহার্দ্য বিনিময়

দুই দেশের মধ্যে বৈরিতা যতই থাকুক, সৌহার্দ্যের ছবিটাও মাঝে মাঝে ফুটে ওঠে। ভারত–পাকিস্তানের কাশ্মীর সীমান্তে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা শুনতে পাওয়া যায়। গোলাগুলিও চলে। তবে সৌহার্দ্য বিনিময়ের ছবিটাও দেখা যায়। দীপাবলি উপলক্ষ্যে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স ও পাকিস্তান রেঞ্জার্স সোমবার জম্মু অঞ্চলে ১৯৮  কিলোমিটার দীর্ঘ ভারত–পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর মিষ্টি বিনিময় করেছে। এমনই জানিয়েছেন ভারতের বিএসএফ কর্তারা।
বিএসএফের এক উচ্চপদস্থ কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘‌দিওয়ালি উপলক্ষে বিএসএফ এবং পাকিস্তান রেঞ্জার্স জম্মু সীমান্তের অধীনে বিভিন্ন সীমান্ত ফাঁড়িতে দারুণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিষ্টি বিনিময় করেছে।’‌ তিনি আরও বলেন, ‘‌বিএসএফ জম্মু পাকিস্তান রেঞ্জার্সকে মিষ্টি উপহার দিয়েছে এবং পরেও পাকিস্তান রেঞ্জার্সের পক্ষ থেকেও উপহার দেওয়া হয়েছে।’‌ সাম্বা, কাঠুয়া, আরএস পুরা এবং আখনুর সীমান্তের বিওপি বরাবর মিষ্টি বিনিময় করা হয়েছিল। বিএসএফের ওই অফিসার জানিয়েছেন, বিএসএফ কার্যকরভাবে আধিপত্য বজায় রেখে সীমান্তে একটি শান্তিপূর্ণ এবং অনুকূল পরিবেশ তৈরিতে সর্বদা এগিয়ে রয়েছে। তিনি বলেন, ‘‌এই ধরনের প্রয়াস উভয় বাহিনীর মধ্যে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।’‌
এদিকে, চীন সীমান্তে সৈনদের সাথে দীপাবলি উদযাপন করেছেন নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি। চীন এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) সামনে সৈন্যদের সাথে দীপাবলি উদযাপন করেন। অন্যদিকে, পাকিস্তানের নিয়ন্ত্রণ (এলওসি) রেখার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্গিলে সৈন্যদের সাথে দীপাবলি উদযাপন করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!