শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ইজরায়েল, গ্রিস এবং সাইপ্রাসকে নিয়ে পরবর্তী ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হল ভারতকে। বিশেষ করে ইউরোপে প্রাকৃতিক গ্যাস রপ্তানি এবং পুনর্নবীকরণযোগ্য রপ্তানির ওপর ফোকাস করার জন্য আঞ্চলিক শক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করতে আগামী বছর সাইরাসের রাজধানী নিকোসিয়ায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক যৌথ সাংবাদিক সম্মেলনে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন যে, তাঁরা ভারতের মতো দেশগুলির সঙ্গে প্রাকৃতিক গ্যাস রপ্তানি অংশীদারিত্বে আগ্রহী। তাই আগামী বছর ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হল। কিরিয়াকোসের কথার সুর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গলাতেও। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ৩+১ ফরম্যাট প্রসারিত করার পরিকল্পনার কথা বলেছেন। এবং সম্ভাব্যভাবে ভারতকে অন্তর্ভুক্ত করেছেন। বেঞ্জামিন বলেন, ‘আর কিছু বিষয় আছে যা বিকাশ হতে পারে, এবং আমরা এটি নিয়ে ব্যাপক আলোচনা করেছি। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তির সম্প্রসারণ করা হতে পারে।’
ভারতের সঙ্গে সহযোগিতা জোরদার করার প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘তিনটি দেশই সহযোগিতার বিষয়টিকে দারুণ সম্ভাবনা হিসাবে দেখে। ইজরায়েল, সাইপ্রাস ও গ্রিস, ভারত, আরব উপদ্বীপ এবং ইউরোপের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।’ একইভাবে, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডস বলেছেন যে, তারা যুক্তরাষ্ট্রের সাথে ৩+১ ফর্ম্যাটে সহযোগিতা জোরদার করার ব্যাপারে সম্মত হয়েছেন এবং বিশেষভাবে ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলেছেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34