- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৭, ২০২৪
মহিলা টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল
দীর্ঘদিনের আইসিসি ট্রফির খরা কাটিয়েছে ভারতীয় পুরুষ দল। জুলাইয়ে চাম্পিয়ন হয়েছে টি২০ বিশ্বকাপ। এবার কি ভারতীয় মহিলা দলের পালা? প্রথমবারের মতো আইসিসি ট্রফি ঘরে তুলতে পারবে? অক্টোবরে বড় পরীক্ষা হরমনপ্রীত কাউরদের। সংযুক্ত আরব আমীরশাহীতে অনুষ্ঠিত হবে মহিলাদের টি২০ বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপের জন্য মঙ্গলবার বেছে নেওয়া হল ভারতীয় দল।
১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন: হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মানধানা (সহঅধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্বস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতি রেড্ডি, রেণুকা সিং, দয়ালান হেমলতা, আশা সোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সঞ্জনা সজীভন। ৫ জন ক্রিকেটারকে রিজার্ভে রাখা হয়েছে। শ্রেয়াঙ্কা পাটিল ও স্বস্তিকা ভাটিয়ার চোট রয়েছে। এখনও পুরো ফিট নন। এই দুই ক্রিকেটার বিশ্বকাপের আগে পুরো ফিট না হলে রিজার্ভে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে ডাকা হবে।
ট্রাভেলিং রিজার্ভ সদস্য হিসেবে দলে রয়েছেন: উমা ছেত্রী, তনুজা কানয়ের, সাইমা থাকোর। আর নন ট্রাভেলিং রিজার্ভে রয়েছেন রাঘবি বিস্ত, প্রিয়া মিশ্র। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া ক্রিকেটাররা মূল দলের সঙ্গে আমিরশাহীতে যাবেন। নন ট্রাভেলিং রিজার্ভরা দেশেই থাকবেন। প্রয়োজন হলে তাঁদেরও ডাকা হবে। হরমনপ্রীত কাউরের নেতৃত্বাধীন ভারত যথেষ্ট শক্তিশালী। এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারলেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো মশলা রয়েছে।
বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। যথেষ্ট কঠিন গ্রুপ। বিশেষ করে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে বেগ পেতে হবে ভারতকে। ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ৬ অক্টোবর নামবে পাকিস্তানের বিরুদ্ধে। ৯ অক্টোবর দুবাইয়ে খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর ১৩ অক্টোবর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে মাছে নামার আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। ২৯ সেপ্টেম্বর প্রথম ওয়ার্ম আপ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবারের মহিলা টি২০ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতা সংযুক্ত আরব আমীরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে আয়োজনের দায়িত্বে বাংলাদেশই রয়েছে।
❤ Support Us