Advertisement
  • এই মুহূর্তে
  • মে ১৯, ২০২২

আবার বাড়ল করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত পার ২ হাজার

দেশে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই : আইআইটি কানপুরের অধ্যাপক ।

আবার বাড়ল করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত পার ২ হাজার

একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্ত, ফের বাড়ছে চিন্তা গত কয়েকদিন ধরে দেশের দৈনিক সংক্রমণ দু’হাজারের নিচেই ছিল। যা অনেকটা স্বস্তি দিচ্ছিল স্বাস্থ্যমন্ত্রককে। কিন্তু সে স্বস্তি স্থায়ী হল না। বৃহস্পতিবার আবার একধাক্কায় অনেকটা বেড়ে দৈনিক করোনা আক্রান্ত দাঁড়াল ২ হাজার অনেকটা বেশি। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৫ হাজার ৪১৯ জন। যা গতকালের থেকে সামান্য কম। দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। যা কমবেশি আগের দিনের সমান। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৩০৩ জন।

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৮৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৮২ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯১ কোটি ৭৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৫৭০ জন।

সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যুর সংখ্যায় খানিকটা স্বস্তি মিলেছে। একদিনে দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। একদিনে দেশে করোনায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮২ জন। এই মুহূর্তে দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৪১৯। দৈনিক পজিটিভিটি রেট ০.৫০ শতাংশ।

অন্য দিকে, দেশে চতুর্থ ঢেউ নিয়ে খানিকটা আশার আলো দেখালেন আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দর আগরওয়াল। তাঁর সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে যে, ভারতে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই। তিনি বলেছেন, ব্যাপকহারে টিকাকরণের ফলে দেশের একটা বড় অংশে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তাছাড়া জিনোম সিকোয়েন্সের সেভাবে উল্লেখযোগ্যভাবে মিউটেশন ঘটেনি। ফলে দেশে নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ।


❤ Support Us
error: Content is protected !!