- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২০, ২০২৩
“রাজনৈতিক প্রশ্রয়ে হিংসা”, ভারতীয়দের “অত্যন্ত” সতর্ক করে কানাডাকে আক্রমণ ভারতের বিদেশ মন্ত্রকের

ভারতের বিদেশ মন্ত্রক কানাডায় বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করল। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, কানাডায় ভারত-বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক-মদতপুষ্ট ঘৃণামূলক অপরাধের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়রা যেন “অত্যন্ত সতর্কভাবে” চলাফেরা করেন, সেদেশে থাকেন। প্রত্যেক ভারতীয়কে বাধ্যতামূলকভাবে বিদেশ মন্ত্রকের কাছে নিজেদের তথ্য দিতে বলা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাঁদের দেশে ফিরিয়ে আনতে পারে ভারত সরকার। অটোয়ায় ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, কানাডায় প্রায় ২.৩ লাখ ভারতীয় পড়ুয়া আছেন। সেইসঙ্গে প্রবাসী ভারতীয়ের সংখ্যা সাত লাখ। কর্মসূত্রে অনেক বাঙালিও সেখানে থাকেন।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, “যেভাবে কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক-মদতপুষ্ট ঘৃণামূলক ঘটনা ও হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই পরিস্থতিতে সেখানে বসবাসকারী সকল ভারতীয় এবং কানাডায় যাওয়ার পরিকল্পনা করা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”
সাউথ ব্লক থেকে স্পষ্ট করে বলা হয়েছে, “সম্প্রতি ভারতীয় কূটনীতিবিদ ও ভারত-বিরোধী কার্যকলাপের বিরোধী ভারতীয়দের নিশানা করা হচ্ছে। তাই কানাডার যেসব এলাকায় এরকম ঘটনা ঘটেছে এবং যে এলাকায় ওরকম ঘটনা ঘটতে পারে, সেইসব এলাকায় যেন ভারতীয়রা না যান। কানাডায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে সে দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে আমাদের হাইকমিশন ও কনস্যুলেট জেনারেল।”
ভারতের তরফে জানানো হয়েছে, কানাডায় যে ভারতীয়রা আছেন, তাঁদের অটোয়ায় ভারতীয় হাইকমিশন বা ভ্যাঙ্কুভার বা টরেন্টোয় ভারতের কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটে নিজেদের তথ্য নথিভুক্ত করতে বলা হয়েছে। অথবা সরাসরি MADAD বা MEA in Aid of Diaspora in Distress পোর্টালে তাঁদের বাধ্যতামূলকভাবে নিজেদের তথ্য নথিভুক্ত করতে বলেছে বিদেশ মন্ত্রক, “যাতে কোনও জরুরি পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা যায়।”
❤ Support Us