- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৬, ২০২৩
মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল ভারত
দু’বছর পর টেস্ট খেলতে নেমে দুর্দান্ত পারফরমেন্স ভারতীয় মহিলা দলের। একমাত্র টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ৩৪৭ রানে। মহিলাদের ক্রিকেটে টেস্টে এটাই সর্বাধিক রানে জয়। ভেঙে দিল শ্রীলঙ্কার সর্বাধিক রানে জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানে জিতেছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠলেন দীপ্তি শর্মা। তুলে নেন ৪ উইকেট। ম্যাচে তাঁর সংগ্রহ ৯ উইকেট।
নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল আকাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৪২৮ রান। জবাবে ১৩৬ রানের শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ২৯২ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলেছিল ১৩৬ রান। তৃতীয় দিন সকালে ৬ উইকেটে ১৮৬ রান তোলার পর ইনিংস সমাপ্তি ঘোষনা করে ভারত। অধিনায়ক হরমনপ্রীত কাউর ৪৪ ও পূজা বস্ত্রকার ১৭ রান করে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে শার্লি ডিন ৬৮ রানে ৪টি ও সোফিয়া একলেস্টোন ৭৬ রানে ২টি উইকেট নেন।
ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। চতুর্থ ইনিংসে এই রান তোলা যে কোনও দলের পক্ষে খুবই কঠিন। ইংল্যান্ডও চাপ দিতে পারেনি। সপ্তম ওভারে বেউমাউন্টকে (১৭) তুলে নিয়ে ইংল্যান্ডকে থেকে প্রথম ধাক্কা দেন রেনুকা সিং। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ রান অধিনায়ক হিদার নাইটের ২১। শার্লি ডিন ২০ রান করে অপরাজিত থাকেন। ৩২ রানে ৪ উইকেট নেন দীপ্তি শর্মা। ম্যাচে ৩৯ রানে ৯ উইকেট দীপ্তির। ২৩ রানে ৩ উইকেট পূজা বস্ত্রকারের।
❤ Support Us