- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২১, ২০২৩
কানাডা সম্পর্কে আরও কঠোর অবস্থান নিল ভারত, এবার কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করল দিল্লি

ভারত-কানাডা সম্পর্কের আরও অবনতি। এবার কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। খালিস্তানি নেতা খুনে দুই দেশের মধ্যেকার চাপানউতোরের মধ্যেই এবার কানাডাকে আরও চাপে রাখার সিদ্ধান্ত নিল ভারত। তবে সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি। ভিসা পরামর্শদাতা একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে কানাডার নাগরিকদের জন্য ভিসা দেওয়ার পরিষেবা। গত কয়েকদিন আগে থেকেই ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এই আবহেই প্রকাশ্যে এল কানাডার নাগরিকদের ভিসা না দেওয়ার এই ভারতীয় সিদ্ধান্ত।
BLS International, the online visa application centre in India, issues statement regarding suspension of Indian visa services to Canada nationals. pic.twitter.com/zBHUFWHcyn
— Press Trust of India (@PTI_News) September 21, 2023
হঠাৎই বৃহস্পতিবার জানা যায়, ভারতে আর কানাডার নাগরিকদের ঢুকতে দেওয়া হবে না, প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। বিএলএস ইন্টারন্যাশনাল নামে বেসরকারি সংস্থার ওয়েবসাইটে জানানো হয়, প্রক্রিয়াগত কারণে আপাতত কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া যাবে না। তবে ঠিক কী সমস্যার কারণে ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল হল, তা নিয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি ওই বেসরকারি সংস্থার ওয়েবসাইটে। এই সংস্থাটি ভারত ও কানাডার ভিসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে।
ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কিছুদিন ধরেই খারাপ হয়েছে। ভারত সরকারের হাতেই খুন হয়েছেন কানাডার নাগরিক খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর, পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পরেই কানাডা থেকে বহিষ্কার করা হয় সেদেশে ভারতের গোয়েন্দা প্রধানকে। এমনকি আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা।
যদিও ভারত ট্রুডোর এই অভিযোগকে অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তবে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় ভারতে নিযুক্ত কানাডার এক শীর্ষ কূটনীতিককে। তার পর থেকেই দুই দেশের কূটনৈতিক চাপানউতোর তুঙ্গে পৌঁছেছে। দুই দেশই নিজেদের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। এই রকম উত্তপ্ত পরিস্থিতিতেই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পরের দিনই জানা যায়, আপাতত কানাডার নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হল।
❤ Support Us