Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

শ্লীলতাহানির অভিযোগ, আরও কঠিন আইনি জটিলতায় পড়ে গেলেন পৃথ্বী শ

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্লীলতাহানির অভিযোগ, আরও কঠিন আইনি জটিলতায় পড়ে গেলেন পৃথ্বী শ

আরও কঠিন আইনি জটিলতায় পড়ে গেলেন ভারতীয় দলের ওপেনার পৃথ্বী শ।  মিডিয়া ইনফ্লুয়েঞ্জার ও ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল অভিযোগ করেছেন যে, তাঁর গোপন জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করেছিলেন পৃথ্বী। ভারতীয় এই ক্রিকেটারের বিরুদ্ধে মুম্বইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে যৌন নিপীড়ন ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ নিয়ে এসে মামলা দায়ের করেছেন।
আইপিসি–র ৩৫৪, ৫০৯ এবং ৩২৪ ধারায় পৃথ্বী ও তাঁর বন্ধু সুরেন্দ্রে যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগে তিনি সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্টও যুক্ত করেছেন।  এছাড়া ভাগবত গালানদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন স্বপ্না গিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ। তিনি সঠিকভাবে তদন্তের কাজ করেননি। এই দুটি মামলারই শুনানি হবে ১৭ এপ্রিল। একেই ব্যাটে রান নেই, তার ওপর মামলার ঝক্কি। আইপিএল চলাকালীন চাপ বাড়ল দিল্লি ক্যাপিটালস ওপেনারের ওপর।
স্বপ্না গিল পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, ‘‌পৃথ্বী তাঁর স্তনে হাত দিয়ে ধাক্কা দিয়েছিলেন এবং তারপরে তাঁকে ক্রিকেট ব্যাট দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা নথিভুক্ত করা হয়েছিল। বরং পৃথী এবং সুরেন্দ্র যাদবই তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেছিল।’‌
ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ মুম্বইয়ের সান্তাক্রুজের সাহারা স্টার ক্যাফেতে বন্ধুদের নিয়ে ডিনার করতে গিয়েছিলেন পৃথ্বী শ। সেই সময় মিডিয়া ইনফ্লুয়েঞ্জার স্বপ্না গিল তাঁর সঙ্গীদের নিয়েও ওই ক্যাফেতে হাজির ছিলেন। পৃথ্বী শ–কে চিনতে পেরে তাঁর সঙ্গে সেলফি তোলার অনুরোধ করেন স্বপ্নার এক বন্ধু। কিন্তু পৃথ্বী তাঁর সঙ্গে সেলফি তুলতে রাজি হননি। মোবাইল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন। এই নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। স্বপ্না গিল ও তাঁর বন্ধুরা সেই সময় হোটেল থেকে বেরিয়ে যান। পরে বেশ কয়েকজনকে নিয়ে এসে পৃথ্বীর বন্ধুর গাড়ি ভাঙচুর করে। এরপর পৃথ্বী ও তাঁর বন্ধু সুরেন্দ্র যাদব স্বপ্না ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ জানান।
পৃথ্বীদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩৮৪, ৪৩৭, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয় স্বপ্না ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। এরপর আন্ধেরি আদালত স্বপ্না গিলদের জামিনে মুক্তি দেয়। আর জামিন পাওয়ার পরই স্বপ্না গিল পৃথ্বী শ–র বিরুদ্ধে মুম্বই এয়ারপোর্ট থানায় শ্লীলতাহানিসহ একাধিক অভিযোগ দায়ের করেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!