Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২২

প্রতীক্ষার অবসান, দু বছর পর কলকাতা বইমেলা শুরু। নতুন বইয়ের গন্ধে, তুলির আঁচড়ে মেতে উঠছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক ।

তিন প্রধান প্রবেশ পথে বঙ্গবন্ধু । তোরণ থেকে তোরণে অবনঠাকুর, সুভাষচন্দ্র, সত্যজিৎ আর সৌমিত্র ।

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতীক্ষার অবসান, দু বছর পর কলকাতা বইমেলা শুরু। নতুন বইয়ের গন্ধে, তুলির আঁচড়ে মেতে উঠছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক ।

দুবছর জোড়া প্রতীক্ষার অবসান। আজ বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে, ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু। উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী কে এম খালেদ, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, কবি কামাল চৌধুরি, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, বাংলাদেশের উপদূত তৌফিক হাসানসহ বহু বিশিষ্টজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলার তিনটি প্রবেশ পথ তাঁর লেখা তিনটি বইয়ের প্রচ্ছদ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এবার মেলার থিমও বাংলাদেশ। এমনিতেই কলকাতা বইমেলাকে কেন্দ্র করে বাংলাদেশের লেখক, কবিদের আগ্রহ প্রবল । এবার এ আগ্রহে জোয়ার উঠছে । যোগ দেবেন বহু লেখক, কবি। হাজির হয়েছে ৫৩ টি প্রকাশনা সংস্থা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বইমেলা ২০২২ উদ্ধোধন করলেন সল্টলেক সেন্ট্রাল পার্ক মাঠে।

করোনা সংক্রমণ রুখতে মেলার পরিসর কমেছে । কমেছে বুক স্টলের আয়তন । তবু প্রকাশক ও লিটল ম্যাগাজিনের লেখক সম্পাদক আর সংগঠকদের উৎসাহের ভাষা নেই । যাবতীয় সম্ভার নিয়ে হাজির ৬০০ বুকস্টল আর ২০০ লিটল ম্যাগাজিন। পর পর তোরণে, মুক্ত মঞ্চে দাঁড়িয়ে থাকবেন ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় । প্রেস কর্ণারে হাসি ছড়াবেন প্রয়াত কবি সাংবাদিক শৌনক লাহিড়ি, অঞ্জন চট্টোপাধ্যায় এবং ঝিমলি মুর্খাজি। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন সেজে উঠছে কবি প্রভাত চৌধুরি ও শম্ভু রক্ষিতের নামে, তাঁদের স্মরণে মেতে উঠবেন কবিরা। সবদিক থেকেই, দুই বছরের বইমেলাহীন কলকাতার শূন্যতাকে ভরে তুলতে অঙ্গীকারবদ্ধ মেলা কর্তৃপক্ষ। সেন্ট্রাল পার্কে সোমবার থেকেই গন্ধ ছড়াবে নতুন বই আর নবীন তুলি । করোনার ভয়কে তুচ্ছ করে এ আরেক আন্তর্জাতিক মহাসমারোহ —যেখানে বই আর মানুষ একাকার হয়ে উঠবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!