Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৯, ২০২৩

র’ -এর প্রধান হলেন আইপিএস রবি সিনহা। সামনের মাস থেকে দু বছরের জন্য সামলাবেন দায়িত্ব

আরম্ভ ওয়েব ডেস্ক
র’ -এর প্রধান হলেন  আইপিএস রবি সিনহা। সামনের মাস থেকে  দু বছরের জন্য সামলাবেন দায়িত্ব

দেশের প্রধান গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যাণ্ড অ্যানালিটিকাল উইং- অর্থাৎ র’-এর পরবর্তী প্রধান হিসবে নিযুক্ত হলেন আইপিএস আধিকারিক রবি সিনহা। সোমবার মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদনের পর কেন্দ্রের পক্ষ থেকে এ কথা জানানো হয়। বর্তমান প্রধান সামন্ত কুমার গোয়েলের কার্যকালের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩০ জুন। তারপর তার জায়গায় আগামী দু বছরের জন্য সংস্থার দায়িত্বভার সামলাবেন তিনি।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি ক্যাবিনেট সেক্রেটারিয়েটের সচিবালয়ের বিশেষ সচিব আইপিএস অফিসার শ্রী রবি সিনহাকে, ৩০ জুন সামন্ত গোয়েলের মেয়াদ পূর্ণ হওয়ার পর, গবেষণা ও বিশ্লেষণ শাখা-র প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। পদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরের দুই বছর বা পরবর্তী আদেশ পর্যন্ত, তিনি এই পদে থাকবেন।

ছত্তিসগড় ক্যাডারের ১৯৮৮-র ব্যাচের আইপিএস অফিসার রবি সিনহা। এ মুহুর্তে তিনি মন্ত্রিপরিষদ সচিবালয়ের বিশেষ সচিবের দায়িত্বে রয়েছেন। সাত বছর র-এর অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্বও পালন করছেন। তাই  গুপ্তচর সংস্থার  কাজ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনী। তাছাড়া,  প্রশাসনিক মহলে ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল। তাঁর সম্পর্কে বলা হয়, পেশাদারি দক্ষতার জন্য তিনি দেশের সমস্ত গোয়েন্দা সংস্থায়, অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব রূপে পরিচিত।   জম্মু- কাশ্মীর, উত্তর পূর্ব ভারতের উপদ্রুত এলাকাগুলিতে এবং  উগ্রপন্থীদের  বিরুদ্ধে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতা ও কর্মকুশলতা  দেশের প্রধান গোয়েন্দা সংস্থাকে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন অনেকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!