Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩০, ২০২২

এবার রুপোলী পর্দায় ইরফান, মুক্তির অপেক্ষায় তাঁর অভিনিত ‘‌কোবরা’

কোবরা’‌ নামে একটা তামিল থ্রিলার সিনেমায় অভিনয় করেছেন ইরফান পাঠান। ইতিমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার রুপোলী পর্দায় ইরফান, মুক্তির অপেক্ষায় তাঁর অভিনিত ‘‌কোবরা’

চিত্র সংগৃহীত

দেশের হয়ে দীর্ঘদিন চুটিয়ে ক্রিকেট খেলেছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ের দায়িত্বও সামলেছেন ইরফান পাঠান। তাঁর কোচিংয়ে রনজিতে জম্মু–কাশ্মীর রনজি ট্রফির মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে। ইরফানের হাত ধরেই জম্মু–কাশ্মীর থেকে উঠে এসেছেন উমরান মালিকের মতো জোরে বোলার। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এবার রুপোলী পর্দায়। ‘‌কোবরা’‌ নামে একটা তামিল থ্রিলার সিনেমায় অভিনয় করেছেন ইরফান পাঠান। ইতিমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে।

‘‌কোবর’‌ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম। সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর তাঁর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না, রবিন উথাপ্পারা ইরফান পাঠানকে অভিনন্দন জানিয়েছেন। দীপক হুডা পাঠানকে অভিনয় করতে দেখে অনুপ্রানিত। তিনি টুইটারে লিখেছেন, ‘‌কোবরা সিনেমার ট্রেলার দেখে পাঠান ভাইয়ের সাথে এক দশক আগে যে কথা হয়েছিল, তা মনে পড়ে যাচ্ছে। পাঠান ভাই বলেছিল, আমি একজন অলরাউন্ডার। জীবনে আমি সবকিছুই করব। কোবরা সিনেমায় পাঠান ভাইকে অভিনয় করতে দেখে খুব ভাল লাগছে। সিনেমার ট্রেলার দেখে মনে হল পুরোপুরি অ্যাকশন ফিল্ম। পাঠানভাইকে শুভেচ্ছা। পুরো সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছি।’‌

যদিও রুপোলী পর্দায় এই প্রথম নয় ইরফান পাঠান। ক্রিকেট খেলার সময় কালার্স টিভি–র জনপ্রিয় ‌ড্যান্স শো ‘‌ঝল্‌ক দিখ্‌লা জা’–তে অংশ নিয়েছিলেন। প্রায় ৬ সপ্তাহ প্রতিযোগিতায় টিকেছিলেন ইরফান। ২০১৫–এর ২২ আগস্ট ষষ্ঠ এপিসোডের পর ড্যান্স শো থেকে সরে যান ইরফান। তাঁর ড্যান্স অনেককেই মুগ্ধ করেছিল। এখন দেখার ‘‌কোবরা’‌ সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!