- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২১, ২০২৪
দুরন্ত ফুটবল, এগিয়ে গিয়েও জয় অধরা থেকে গেল মহমেডানের

শুক্রবার কলকাতা প্রিমিয়ার ডিভিশনে দুরন্ত ফুটবল খেলে ডার্বিতে শক্তিশালী ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল মহমেডানের জুনিয়র ব্রিগেড। শনিবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে সিনিয়র দলেরও দুরন্ত ফুটবল। এগিয়ে গিয়েও জয় অধরা থেকে গেল। ম্যাচের ফল ১–১। ম্যাচের ইনজুরি সময়ে গোল খেয়ে হার সাদাকালো ব্রিগেডের। অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হল মহমেডানকে।
আইএসএলের অভিষেক ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দারুণ ফুটবল উপহার দিয়েছিল মহমেডান। দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছিল। হারলেও মহমেডানের খেলা সকলের মন জয় করে নিয়েছিল সাদাকালো ব্রিগেড। এফসি গোয়ার বিরুদ্ধেও ম্যাচের শুরু থেকেই দারুণ দাপট আন্দ্রে চেরনিশভের ফুটবলারদের।
ম্যাচের প্রথম সুযোগ অবশ্য এসেছিল এফসি গোয়ার সামনে। ৫ মিনিটে বরিস সিংয়ের শট আটাকান মহমেডান গোলকিপার পদম ছেত্রী। এরপর শুধুই মহমেডানের দাপট। ১২ মিনিটে গোলের সুযোগ এসেছিল মহমেডানের সামনে। ভানলালজুডিকার কাছ থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েও তিনকাঠিতে রাখতে পারেননি ফ্রাঙ্কা। ১৪ মিনিটে আবার সুযোগ এসেছিল ফ্রাঙ্কার সামনে। অ্যালেক্সিজের কাছ থেকে বল পেছে ডানপায়ে দুরন্ত শট নিয়েছিলেন ফ্রাঙ্কা। এফসি গোয়া গোলকিপার কাট্টিমনি কোনও রকমে বাঁচান। ১ মিনিট পর সুযোগ নষ্ট করেন গৌরব বোরা। ২৫ মিনিটে মহমেডানকে গোল থেকে বঞ্চিত করে ক্রশবার। রেমসাঙ্গার কাছ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন ফ্রাঙ্কা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। ৩ মিনিট পর ফ্রাঙ্কার শট বাঁচিয়ে আবার দলের পতন রোধ করেন কাট্টিমনি। প্রথমার্ধের শেষলগ্নে অ্যালেক্সিজের ফ্রিকিক দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান এফসি গোয়ার এই অভিজ্ঞ গোলকিপার।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল মহমেডানের। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন ফ্রাঙ্কা, রেমসাঙ্গা, অ্যালেক্সিজরা। শুরুতেই এগিয়ে যেতে পারত মহমেডান। ৫০ মিনিটে ফ্রাঙ্কার পায়ে লেগে বল প্রায় গোলে ঢুকে যাচ্ছিল। আবার দলকে বাঁচান কাট্টিমনি। ২ মিনিট পরেই দিনের সহজ সুযোগ নষ্ট করেন ফ্রাঙ্কা। ফাঁকা গোলে ঠেলতে পারেননি।
অবশেষে সেই ফ্রাঙ্কার দৌলতেই এগিয়ে যায় মহমেডান। ফ্রাঙ্কাকে বক্সের মধ্যে ফাউল করেন এফসি গোয়ার ওডেই জাবালা ওনাইন্ডিয়া। রেফারি পেনাল্টি নির্দেশ দেন। এফসি গোয়া গোলকিপারকে উল্টোদিকে ফেলে ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে মহমেডানকে এগিয়ে দেন অ্যালেক্সিজ গোমেজ। আইএসএলে সাদাকালো জার্সি গায়ে প্রথম গোল করে ইতিহাসে নাম তুলে ফেললেন অ্যালেক্সিজ। এরপরও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মহমেডানের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ের ৪ মিনিটে সমতা ফেরায় এফসি গোয়া। আকাশ সাঙ্গোয়ানের সেন্টার থেকে দুরন্ত হেডে গোল করে মহমেডানের জয়ের স্বপ্নে সলিলসমাধি ঘটান আর্মান্দো সাদিকু।
❤ Support Us