- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৫, ২০২৩
যুদ্ধ বিরতিতে মুক্তি পণ বন্দিদের, গাজায় পৌঁছালো জ্বালানি
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে শুক্রবার হামাস ২৪ জন বন্দিকে মুক্তি দিয়েছে পাশাপাশি ইসরায়েলও ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
চারদিনের এই যুদ্ধবিরতিতে হামাস যে ২৪ জন বন্দিকে মুক্তি দিয়েছে তার মধ্যে ১৩ জন ইসরায়েলি, ১০ জন থাই নাগরিক, একজন ফিলিপিনো নাগরিক রয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তির সাথে গাজায় জ্বালানি সরবরাহের বাড়তি যোগান এসেছে, এই জ্বালানি গাজার ২.৩ মিলিয়ন সেই ফিলিস্তিনি নাগরিকদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট, যারা ইসরায়েলি বোমা বর্ষণ সহ্য করেছে, তেমনটাই মনে করছে সাহায্য গোষ্ঠিগুলি। যুদ্ধবিরতি চলাকালীন মানবিক প্রয়োজনে অবরুদ্ধ গাজায় প্রতিদিন ১ লক্ষ ৩০ হাজার লিটার জ্বালানি সরবরাহের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার।
ইসরায়েল শনিবার গাজা থেকে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের হাতে বন্দিদের একটি তালিকা পেয়েছে বলে ইসরায়েলের সেনা কর্তারা জানিয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার ওই তালিকাটি পর্যালোচনা করছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তাঁর সরকার ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের আক্রমণ ও তার পর হামাস যতজন ইসরায়েলিকে বন্দি করেছে তাদের মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
❤ Support Us