Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৪

আইসিজে-তে দক্ষিণ আফ্রিকার “গণহত্যার” অভিযোগ “ভিত্তিহীন”, বলল ইসরাইল

আরম্ভ ওয়েব ডেস্ক
আইসিজে-তে দক্ষিণ আফ্রিকার “গণহত্যার” অভিযোগ “ভিত্তিহীন”, বলল ইসরাইল

গাজায় ইসরাইলি গণহত্যার অভিযোগ উড়িয়ে দিল তেল আভিভ। বলল, এ অভিযোগের ভিত্তি নেই।

শুক্রবার, ১২ জানুয়ারি, ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আন্তরজাতিক আদালতে গাজায় গণহত্যার মামলা দায়ের করেছিল। ইসরাইল বলেছে, আমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। ফিলিস্তিনিদের উপর আক্রমণ করিনি, ধ্বংসকাণ্ড চালায়নি।

আইসিজে-এর ইসরাইলের আইন সংক্রান্ত উপদেষ্টা তাল বেকার আন্তর্জাতিক আদালতকে বলেছেন, “গাজায় ইসরাইল যা করছে, যা করতে চাইছে, তা কোনো জনগণগেষ্ঠীকে ধ্বংস করতে নয়, বরং আমরা চাই তাদের সন্ত্রাসের বাইরে রাখতে। দক্ষিণ আফ্রিকা আদালতে বিকৃত ও অবাস্তব চিত্র তুলে ধরেছে।”
বেকার তাঁর বক্তব্যের সমর্থনে কিছু ছবি ও ভিডিও দেখিয়ে দাবি করেছেন, হামাসের ৭ অক্টোবরের হামলার ভয়াবহতার এসব ছবি কি মিথ্যা? সন্ত্রাসবাদীরা বাবা-মায়ের সামনে শিশুদের ওপর নির্যাতন করেছে, বাবা-মাকে  পুড়িয়ে দিয়েছে, পরিকল্পিতভাবে মহিলাদের শারিরিক নির্যাতন করেছে।”
দক্ষিণ আফ্রিকার অভিযোগ কতটা বাস্তব তা দুনিয়া জানে। তা সত্তেও তারা গণহত্যাকে রটনা বলে উড়িয়ে দিচ্ছে।

আইসিজে এ ব্যাপারে জরুরি মামলা শুরু করেছে। দক্ষিন আফ্রিকার অভিযোগ, ইসরাইল জাতিসংঘের গণহত্যা কনভেনশনের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ইসরাইলি আক্রমণে অন্তত ২৩ হাজার ৪৬৯ জন  প্রাণ হারিয়েছেন। এদের অধিকাংশ মহিলা আর শিশু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!