Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৫, ২০২৩

জম্মু ও কাশ্মীরের সাংসদ আকবর লোন সুপ্রিম কোর্টের আদেশের পরে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিয়ে একটি হলফনামা দাখিল করলেন

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু ও কাশ্মীরের সাংসদ আকবর লোন সুপ্রিম কোর্টের আদেশের পরে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিয়ে একটি হলফনামা দাখিল করলেন

ন্যাশনাল কনফারেন্স নেতা মোহাম্মদ আকবর লোন, যিনি ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে প্রধান আবেদনকারী, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিয়ে একটি হলফনামা দাখিল করেছেন। আকবর লোনকে একটি হলফনামা দাখিল করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, কারণ তাঁর বিরুদ্ধে কেন্দ্রের শীর্ষ আইন আধিকারিক অভিযোগ করেছিলেন যে তিনি ২০১৮ সালে জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছিলেন।

সোমবার, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূদের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছিল, “আমরা আকবর লোনের কাছ থেকে এটাই শুনতে  চাই যে তিনি নিঃশর্তভাবে স্বীকার করছেন যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তিনি সংবিধান মেনে চলেন এবং ভারতের সংবিধানের প্রতি আনুগত্য রাখেন।”

কেন্দ্রের পক্ষে এই মামলায় প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন যে আকবর লোনকে অবশ্যই বলতে হবে যে তিনি জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!