Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৮, ২০২৩

ষষ্ঠীতে কলকাতায় আসছেন জে পি নড্ডা, অষ্টমীর অঞ্জলি দিতে পারেন কোনও মণ্ডপে

আরম্ভ ওয়েব ডেস্ক
ষষ্ঠীতে কলকাতায় আসছেন জে পি নড্ডা, অষ্টমীর অঞ্জলি দিতে পারেন কোনও মণ্ডপে

সামনেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। তাই রাজ্যবাসীর মন জয় করা এখন বিজেপি শুধু এক নয়, সব রাজনৈতিক দলেরই প্রধান কাজ। তবে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে এবং রাজ্যবাসীর মন জয় করতে লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুজোকে জনসংযোগ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দ্বিতীয়ার সন্ধ্যায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে তৈরি দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ লোকসভা ভোটের আগে দেশজুড়ে হিন্দুত্বের জোয়ার আনতে বিজেপির পরিকল্পনার অংশ হিসাবেই যে অমিত শাহের এই ঝটিকা সফর তাতে কোনও সংশয় নেই। বাঙালির প্রধান উৎসবে সামিল হতে দিল্লি থেকে বিজেপি সভাপতি জে পি নাদ্দার আসার বিষয়ে সবুজ সংকেত এসেছে। বিজেপি সূত্রের খবর, ষষ্ঠীর দিন কলকাতা আসছেন নড্ডা। সপ্তমী ও অষ্টমী রাজ্যে থাকতে পারেন তিনি। এমনকী বালুরঘাটে যেতে পারেন সুকান্ত মজুমদার আয়োজিত পুজোয় অংশগ্রহণ করতে।

দলের সভাপতির সফর সূচি সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন,  ষষ্ঠীর বিকেলে রাজ্যে আসছেন জেপি নড্ডা। সপ্তমীর দিন বিধাননগরে ইজেডসিসি-র উলটো দিকে বিজেপির শাখা সংগঠনের পুজোয় অংশগ্রহণ করবেন তিনি। হাওড়ার উলুবেড়িয়াতেও একটি পুজোয় অংশগ্রহণ করতে পারেন। তবে বালুরঘাটে সুকান্ত মজুমদারের পুজোয় যোগ দিতে তিনি যাবেন কি না সেব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সুকান্তবাবু নিজেই। শোনা যাচ্ছে এবার কলকাতার কোনও পুজোয় জে পি নাড্ডা অষ্টমীর অঞ্জলীও দিতে পারেন।
এদিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তাঁর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় অমিত শাহকে নিয়ে এসে রামমন্দির-এর অনুকরণে করা দূর্গা মণ্ডপের উদ্বোধন করিয়ে রাজ্য বিজেপির অন্য নেতাদের হৃদকম্প বাড়িয়ে দিয়েছেন। তাই এখন ষষ্ঠীতে কলকাতায় আসা জে পি নাড্ডাকে রাজ্য বিজেপির সব নেতাই চাইছেন তাঁদের পুজোয় নিয়ে যেতে। না হলে বিজেপি নেতা-সাংসদ-বিধায়কদের মান সম্মান থাকছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!