- এই মুহূর্তে দে । শ
- জুন ১০, ২০২৪
জম্মু-কাশ্মীরে জঙ্গি নিশানায় তীর্থযাত্রীদের বাস। মৃত ১০, আহত ৩৩। ভূস্বর্গে কী আবার ভয়ঙ্করের ইঙ্গিত ?

প্রধানমন্ত্রী রূপে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদি শপথ গ্রহণ করার দিনই সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল জম্মু কাশ্মীর। রবিবার রাজ্যের রিয়াসিতে তীর্থযাত্রীদের একটি বাস জঙ্গিদের কবলে পড়ে । ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন, আহত ৩৩ ।
বাসটি শিব খোরি গুহা মন্দিরে যাওয়ার পথে হামলার শিকার হয়। বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে বাসটি খাদে পড়ে যায়। রিয়াসির সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ মোহিতা শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জঙ্গিদের আক্রমণের মুখে পড়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সরাসরি খাদের মধ্যে পড়ে যায়।পুলিশ, সেনা, আধা-সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে শিভ খোরি গুহা সংলগ্ন অঞ্চলে ।
খাদ থেকে আহত এবং নিহতদের উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। যদিও সবকটি লাশ এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।দুর্ঘটনার পর আহতদের উদ্বারে স্থানীয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।পুলিশের অনুমান, নাশকতার পেছনে লস্কর-ই-তইবার যোগ আছে।স্বরাষ্ট্র মন্ত্রক সমগ্র ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে।কাশ্মীরের লেফন্টানেন্ট গভর্ণর ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের পরিবার পিছু পাবেন ৫০ হাজার টাকা ।
প্রতিবেশী রাজৌরি ও পুঞ্চের তুলনায়, কাশ্মীরের রিয়াসি জেলা ছিল আপাত শান্ত। এর আগে, জঙ্গি নাশকতার ঘটনায় কখনো শিরনামে আসেনি এই এলাকা। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কাশ্মীর উপত্যকায়। আগামী নভেম্বরেই সেখানে হতে পারে ভোট। তার আগে বিচ্ছিন্নতাকামীদের তৎপরতা চিন্তার ভাঁজ বাড়াচ্ছে স্থানীয় প্রশাসনের। মাঝেমধ্যেই জঙ্গি কার্যকলাপের জন্য খবরের শিরোনামে উঠে আসছে ভুস্বর্গ, যা রাজ্যের তো বটেই , দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য মোটেও ভালো বিজ্ঞাপন নয়। আপাত দৃষ্টিতে সরকারের তরফে রাজ্যের শান্তি শৃঙ্খলার উন্নতি নিয়ে যে দাবি করা হয়, তা কি আসলে সোনার পাথরবাটি ? উঠছে প্রশ্ন।
❤ Support Us