Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৬, ২০২৪

দ্বিতীয় দফায় ভোট ৫৬ শতাংশ, তৃতীয় দফায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, আজ অমিত শাহের ৫টি র‍্যালি

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয় দফায় ভোট ৫৬ শতাংশ, তৃতীয় দফায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, আজ অমিত শাহের ৫টি র‍্যালি

জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কিছু বিধানসভা কেন্দ্র ছিল বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত। এইসব এলাকাগুলিতে কড়া নজর ছিল প্রশাসনের। নির্বাচন কমিশনও তাকিয়ে ছিল দ্বিতীয় দফার ভোটের দিকে। যদিও দ্বিতীয় দফায় আহামরি সাড়া মিলল না ভোটারদের কাছ থেকে। ৬টি জেলার ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৬ শতাংশ। প্রথম দফায় ২৪টি আসনে ভোট পড়েছিল ৬১.৩৮ শতাংশ।

কয়েকটি বিধানসভা এলাকায় যেমন ভাল ভোট পড়েছে, তেমনই কয়েকটা বিধানসভা এলাকায় আবার ভোটের হার খুবই খারাপ। যেমন জম্মুর রিয়াসিতে ভোট পড়েছে ৭১.৮১ শতাংশ। হতাশ করেছে শ্রীনগর জেলা। এই জেলায় ভোট পড়েছে মাত্র ২৭.৬২ শতাংশ। যে ২৬টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে সবাইকে ছাপিয়ে গেছে জম্মুর শ্রীমাতা বৈষ্ণ দেবী কেন্দ্রটি। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৫.২৯ শতাংশ। অন্যদিকে চূড়ান্ত হতাশ করেছে শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচক থেকে মাত্র ২ কিলোমিটার দূরের কেন্দ্র হাব্বা কাদাল। এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৫.৮০ শতাংশ। যদিও দ্বিতীয় দফার ভোটে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১ অক্টোবর তৃতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় ৪০টি আসনে ভোট হবে। তৃতীয় দফার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তাদের কাছে কঠিন লড়াই। কারণ কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট বেঁধে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। বিজেপির বিরুদ্ধে রয়েছে মেহবুবা মুফতির পিডিপিও। উল্লেখ্য ২০১৪ সালের নির্বাচনের পরে বিজেপি এবং বিজেপি জোট বেঁধে সরকার গঠন করেছিল। পরে সেই সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

এবছর নির্বাচনে ক্ষমতা ফিরে পেতে মরিয়া বিজেপি। তৃতীয় দফার নির্বাচনের আগে রীতিমতো প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। প্রচারের সামনে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি ৫টি জনসভায় ভাষণ দেবেন। চেনানি নির্বাচনী কেন্দ্রে দিয়ে তাঁর প্রচার অভিযান শুরু করেছেন অমিত শাহ। এরপর তিনি উধমপুরে ভাষণ দেবেন। এছাড়াও তাঁর ভাষণ দেওয়ার কথা বাণনি, জাসরোটায়। শেষে তিনি মাধ-এ জনসভা করবেন। অমিত শাহের নির্বাচনী প্রচার ঘিরে চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!