Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১, ২০২২

মারা গেলেন ‘‌স্টিল ম্যান’‌ জামশেদ জে ইরানি

আরম্ভ ওয়েব ডেস্ক
মারা গেলেন ‘‌স্টিল ম্যান’‌ জামশেদ জে ইরানি

টাটা স্টিলের একটা যুগের অবসান ঘটল। মারা গেলেন জামশেদ জে ইরানি। বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার রাতে তিনি জামশেদপুরের টাটা হাসপাতালে মারা যান। ‘‌স্টিল ম্যান ইন ইন্ডিয়া’‌ নামে পরিচিত ছিলেন জামশেদ জে ইরানি।
১৯৩৬ সালে ২ জুন ইরানি জন্মগ্রহন করেন। ১৯৫৬ সালে নাগপুর সায়েন্স কলেজ থেকে স্নাতক হন। ১৯৬০ সালে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ধাতুবিদ্যায় স্নাতোকোত্তর পাশ করেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই ধাতুবিদ্যার ওপর ১৯৬৩ সালে গবেষণা শেষ। গবেষণা শেষ করে সেই বছরই তিনি ব্রিটিশ আয়রন অ্যান্ড স্টিল রিসার্চ অ্যাসসিয়েশনে যোগদান করেন। এরপর দেশে ফিরে এসে ১৯৬৮ সালে যোগ দেন ‘দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে। আগে যাকে বলা হত টিসকো, এখন টাটা স্টিল নামে পরিচিত।
তিনি ‘‌অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’‌ হিসাবে কাজ করতেন। ১৯৭৮ সালে তাঁর দায়িত্ব আরও বেড়ে যায়। ওই বছর জেনারেল সুপারিনটেনডেন্ট পদ পান। ১৯৮৫ সালে জেনারেল ম্যানেজার হন। ১৯৯২ সালে ম্যানেজিং ডিরেক্টরের পদে বসেন। ডিরেক্টর হন ১৯৯৮ সালে। ২০০১ সালে টাটা স্টিলের ডিরেক্টরের পদ থেকে অবসর নেন।  পরে টাটা গ্রুপের বিভিন্ন সংস্থায় বোর্ড মেম্বারের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে টাটা গ্রুপ থেকে অবসর নেন। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৯৭ সালে তিনি নাইটহুড সম্মানও পান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!