- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৫, ২০২৩
জামশদপুর এফসি–র কাছে হেরে সুপার কাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিল মোহনবাগান
সুপার কাপের গ্রুপ লিগ থেকেই বিদায় আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের। শুক্রবার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি–র কাছে হারল ৩–০ ব্যবধানে। গ্রুপ লিগের শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে জিতলেও শেষ চারের টিকিট পাবে না এটিকে মোহনবাগান। কারণ, গ্রুপ লিগে গোয়া ও মোহনবাগানকে হারিয়ে ৬ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেল জামশেদপুর। শেষ ম্যাচ না জিতলেও গোয়া ও মোহনবাগানের বিরুদ্ধে হেড টু হেড নিয়েমে এগিয়ে তারা।
শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে মোহনবাগান রক্ষণনকে ফালাফালা করে দেন বরিস, ক্রিভেলারো, ইমানুয়েল টমাসরা। ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জামশেদপুর এফসি–র সামনে। ঋত্ত্বিকের জোরালো শট কোনও রকমে সামাল দেন মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জামশেদপুর এফসি–কে। ২২ মিনিটেই এগিয়ে যায় তারা। ক্রিভেলারোর মাইনাসে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন বরিস সিং। ২৫ মিনিটে ব্যবধান বাড়ত জামশেদপুরের। ক্রিভেলারের শট বারে লেগে ফিরে আসে। ২ মিনিট পর আবার গোল করার সুযোগ এসেছিল বরিস সিংয়ের কাছে। ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি তিনি। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ঋত্ত্বিকের পাস থেকে দ্বিতীয় গোল করেন বরিস সিং।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু জামশেদপুর এফসি ডিফেন্সের সামনে খেই হারিয়ে ফেলছিলেন পেত্রাতোসরা। বরং বারবার আক্রমণে উঠে এসে সবুজমেরুণ ডিফেন্সকে নাজেহাল করে দিচ্ছিলেন বরিস সিংরা। ৬৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল জামশেদপুর এফসি–র সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি চুকাউ। শেষদিকে কিয়ান নাসিরিকে নামিয়েও কাজের কাজ কিছু হয়নি। ম্যাচের ইনজুরি সময়ে ঈশান পন্ডিতার শট বিশাল কাইথ আংশিক প্রতিহত করলে হ্যারি সয়ার হালকা টাচ করেন। বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায়।
❤ Support Us