Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৮, ২০২৩

“কালীঘাটের কাকুর নাম করে টাকা তুলত কুন্তল। ৫০ লক্ষ নয়, ১৯ কোটি টাকা নিয়েছিল”, আবার বিস্ফোরক তাপস মণ্ডল

আরম্ভ ওয়েব ডেস্ক
“কালীঘাটের কাকুর নাম করে টাকা তুলত কুন্তল। ৫০ লক্ষ নয়, ১৯ কোটি টাকা নিয়েছিল”, আবার বিস্ফোরক তাপস মণ্ডল

ফাইল চিত্র

মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশের গাড়ি থেকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তাপস মণ্ডল বলেন, কুন্তলই তদন্তকে বিপথে চালিত করছে। এদিন আদালতে তাপস মণ্ডলের মামলার শুনানি ছিল। তাঁকে জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে মুখ বার করেন তাপস মণ্ডল। তাঁকে মুখ বার করতে দেখে সাংবাদিকরা দৌড়ে এসে প্রশ্ন করেন, সেই সময়  তাপস মণ্ডল বলেন, “কুন্তল কেন গোপাল দলপতির নাম নিয়েছে জানি না। ও তো আমার থেকে টাকা নিয়ে কুন্তলকে দিয়েছে।”

সাংবাদিকরা তাঁর কাছ থেকে কালিঘাটের কাকুর প্রসঙ্গে জানতে চাইলে তাপস মণ্ডল বলেন, “কুন্তল কালীঘাটের কাকুর নাম করেই আমার কাছ থেকে টাকা তুলেছে। ও বলত সব টাকা কাকুকে দিতে হবে। কুন্তলের কাছেই আমি ফেঁসেছি। তাই ওর নাম বললাম।” তাঁকে নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী-বিধায়কদের যোগ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি অবশ্য সেই প্রশ্নের কোনও জবাব দেননি।তিনি শুধু বলেন, “এ ব্যাপারে আমি কী বলব। আমার কিছু বলার নেই।”

প্রসঙ্গত, এর আগেও কুন্তলের দিকেই আঙুল তুলেছিলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডল বলেন, “প্রভাবশালীদের একজনই আমায় ফাঁসিয়েছে। টাকা আমি নিইনি। কুন্তল নিয়েছিল। ৫০ লক্ষ নয়। ১৯ কোটি টাকা নিয়েছিল। ওর থেকে টাকা ফেরতের দাবি জানিয়েছিলাম। অভিযোগ করেছিলাম। তাই আজ আমি অভিযুক্ত। কেন গ্রেফতার জানা নেই।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!