Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১০, ২০২৩

গ্রাহাম গুচের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, রেকর্ড মালানেরও

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রাহাম গুচের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, রেকর্ড মালানেরও

বিশ্বকাপে শুরু থেকেই চলছে রেকর্ড ভাঙা–গড়ার খেলা। দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা ম্যাচে তৈরি হয়েছিল একাধিক রেকর্ড। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে দ্রুততম হাজার রানের মাইলস্টোনে পৌঁছনোর রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। এবার ইংল্যান্ডের কিংবদন্তী গ্রাহাম গুচের রেকর্ড ভেঙে দিলেন জো রুট। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি।
বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এতদিন সবথেকে বেশি রানের রেকর্ডের মালিক ছিলেন গ্রাহাম গুচের দখলে। বিশ্বকাপে মোট ২১টি ম্যাচ খেলেছিলেন গুচ। রান করেছিলেন ৮৯৭। মঙ্গলবার ধরমশালায় বাংলাদেশের বিরুদ্ধে ৬৩ রান করার সঙ্গে সঙ্গে গুচকে টপকে যান। শেষ পর্যন্ত ৮২ রান করে তিনি আউট হন। বিশ্বকাপে ১৯ ম্যাচের ১৮ ইনিংসে জো রুটের সংগ্রহ ৯১৭ রান।
ইংল্যান্ডে সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইয়ান বেল। তিনি করেছেন ৭১৮। গ্রাহাম গুচের মতো তিনিও ২১ ম্যাচ খেলেছেন। ৬৫৬ রান করে চতুর্থ স্থানে রয়েছেন অ্যালান ল্যাম্ব। তিনি ১৯টি ম্যাচে এই রান সংগ্রহ করেন। আর ২০ মাচে গ্রেম হিকের সংগ্রহ ৬৩৫ রান। তিনি রয়েছেন পঞ্চম স্থানে।
বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড গড়েছেন দাওয়িদ মালানও। এদিন তিনি ১৪০ রান করে আউট হন। ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন মালান। তিনি সেঞ্চুরি করলেন ৩৬ বছর ৭ দিন বয়সে। বিশ্বকাপে সবথেকে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড অবশ্য শচীন তেন্ডুলকারের দখলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!