- এই মুহূর্তে দে । শ
- মে ২৫, ২০২৩
আর্থিক তছরূপের মামলায় আট ডিএ আন্দোলনকারীর জামিন। তদন্তে সহযোগিতা করতে হবে, নির্দেশ হাইকোর্টের

আর্থিক তছরূপের মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের ৮ আন্দোলনকারীকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও পার্থ সারথি দেবের নির্দেশ, যেহেতু তাঁরা সরকারি কর্মচারী, তাই তাদের ক্ষেত্রে কোনও শর্ত দেওয়া হয়নি। তবে, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে । সমস্ত রকম সহযোগিতা করতে হবে।
দেবপ্রসাদ হালদার নামক জনৈক এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডিএ-র দাবিতে আন্দোলনকারী আটজনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অন্তত দু কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে রয়েছেন অভিযুক্তরা। এরা হলেন— ভাস্কর ঘোষ, নির্ঝর কুন্ডু, রাজীব দত্ত, চন্দন চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল, শৈবাল সরকার। প্রত্যেকেই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য। অভিযোগকারী জানিয়েছেন, তিনি নিজেও পূর্বে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে তাঁদের লড়াইয়ে ছিলেন। পরে সংগঠনের মধ্যে আর্থিক অনিয়ম দেখে সেখান থেকে সরে আসেন। অবশ্য দেবপ্রসাদের দাবির ভিত্তি জোরালো নয়। অডিট করে দেখা গেছে চাঁদা হিসেবে তাঁরা ১কোটি ৩৪ লক্ষ টাকা তুলেছিলেন । যার সম্পূর্ণ হিসেব তাঁদের কাছে রয়েছে।
অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন অভিযুক্ত আন্দলনকারীরা। তাঁদের আইনজীবী আদালতে বলেছেন, দেবপ্রসাদ হালদার আগে আন্দোলন তুলে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়েছিলেন। তা না মানার পর টাকা নয়ছয়ের মিথ্যে অভিযোগ করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি , তাঁদের ঐক্য ভাঙতে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তবে এসব করে বিশেষ লাভ হবে না। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে তাঁদের লড়াই আগের মতোই জারি থাকবে। ২৭ জানুয়ারি থেকে তাঁরা তাঁদের লড়াই চালিয়ে যাচ্ছেন। মাঝে ৪৪ দিনের অনশনও করেছেন।লক্ষ্যপূরণে তাই নিজেদের অবিচল অবস্থানকেই তুলে ধরছেন আন্দোলনকারীরা। ১৪ জুলাই সুপ্রিম কোর্টে শুনানি।ন্যায় বিচার নিয়ে আশাবাদী তাঁরা।
❤ Support Us