- দে । শ
- মে ৪, ২০২৩
“দ্রুত শুনানিতে কোনও পক্ষ আগ্রহী নয়”,তাই শুভেন্দুর দু’টি মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা
মামলার শুনানিতে দেরি হচ্ছে, তাই হস্তক্ষেপের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু মামলা দুটি ফের হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। তবে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ বার শুভেন্দু অধিকারীর সেই দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা।
এই মামলা দু’টির দ্রুত শুনানির আর্জি প্রসঙ্গে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, “রাজ্যের আবেদন দেখে মনে হচ্ছে, মামলাকারীর জন্যই যেন শুনানিতে দেরি হচ্ছে। কিন্তু হাইকোর্টের মনে হচ্ছে দ্রুত শুনানিতে কোনও পক্ষই আগ্রহী নন। বিচারপতি বলেন,’দীর্ঘ শুনানির সময় এই এজলাসের নেই। আদালতের আরও ৫০ জন বিচারপতি রয়েছেন। অন্য কোনও এজলাসে মামলাগুলি পাঠানো হোক।”
প্রসঙ্গত, এই দুটি মামলার মধ্যে একটি কাঁথি সমবায় সমিতির দুর্নীতি সংক্রান্ত মামলা। এই মামলা থেকে এর আগে বিচারপতি পার্থসারথি সেন সরে দাঁড়ান। বিচারপতি পার্থসারথি সেন সরে দাঁড়ানোর পর মামলা যায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবার তিনিও এই মামলা থেকেও শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন।
দ্বিতীয় মামলাটি থেকে বিচারপতি রাজাশেখর মান্থা সরে দাঁড়ান সেই মামলাটি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা ২৬টি এফআইআর- সংক্রান্ত। এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এমন কী তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে বলেও জানিয়ে দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
তবে দীর্ঘ সময় ধরে এই মামলা দু’টির শুনানি না হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কোনও হস্তক্ষেপ না করে হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দিয়েছিলেন।
❤ Support Us