- দে । শ
- জুন ৬, ২০২৪
কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে শুরু অনলাইন টিকিট বুকিং

ঠাসা ভিড়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট করার দিন শেষ। কালনা মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বহির্বিভাগে রোগী দেখানোর জন্য নাম নথিভুক্ত করতে চালু হল অনলাইন ব্যবস্থা। ব্যবস্থাটি যাতে সাবলীলভাবে সম্পন্ন হয়, সেজন্য দুই হাসপাতাল চত্বরেই লাগানো হয়েছে অসংখ্য স্ক্যানার। এই ধরনের সুবিধাজনক পরিষেবা চালু হওয়ায় ভীষণ খুশি রোগী ও রোগীদের আত্মীয়স্বজন। পরিষেবা চালু হতেই ভালো সাড়াও মিলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
উল্লেখ্য যে, কালনা মহকুমা হাসপাতাল চত্বরেই রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এই দুই হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের কারণে দিনের পর দিন রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুধু কালনা মহকুমাই নয়, লাগোয়া হুগলী ও নদীয়া জেলার একটা বড় অংশের রোগী এই দুই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।হাসপাতাল সূত্রের খবর, মেডিসিন, গাইনো, সার্জারি,অর্থোপেডিক, সাইকিয়াট্রিক, পেডিয়াট্রিক, চোখ, দাঁত ও ত্বকের মত বিভিন্ন বিভাগ থেকে চিকিৎসা পেতে রোজ এই ২ হাসপাতালের আউটডোরে গড়ে হাজারের উপর রোগী আসেন। ডাক্তার দেখানোর আগে নির্দিষ্ট বিভাগে দেখানোর জন্য টিকিট কাটতে হয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটাটাই একটা হ্যাপা। অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন। বিষয়টি উপলব্ধি করে অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যভবনের দ্বারস্থ হন। অনুমোদন মিলতেই ওই দুই হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর জন্য চালু হল অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা। হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, ‘অনলাইন ওপিডি চালুর জন্য স্বাস্থ্যভবনের অনুমোদন পাওয়া গিয়েছিল আগেই। কিছু টেকনিক্যাল কাজ বাকি থাকার জন্য চালু করা যাচ্ছিল না। সেই কাজ সম্পূর্ণ হতেই ব্যবস্থা চালু হল। এখন বাড়িতে বসেই অনলাইনে ডাক্তারদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে।’ তবে যাঁরা অনলাইন সিস্টেমে সড়গড় নন, তাঁদের কথা ভেবে আগের মত অফলাইনে টিকিট কাটার ব্যবস্থাটিও চালু থাকছে।
❤ Support Us