Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২, ২০২৩

হাতে আস্থা রাখলেই নিষিদ্ধ বজরং, পিএইআই । বিজেপির আনা জনবিরোধী আইন প্রত্যাহার । ভোটমুখী কর্ণাটকে কংগ্রেসের প্রতিশ্রুতি

আরম্ভ ওয়েব ডেস্ক
হাতে আস্থা রাখলেই নিষিদ্ধ বজরং, পিএইআই । বিজেপির আনা জনবিরোধী আইন প্রত্যাহার । ভোটমুখী কর্ণাটকে কংগ্রেসের প্রতিশ্রুতি

আগামী ১০ মে কর্নাটক বিধানসভার নির্বাচন। নির্বাচনে জয়ী হলে কর্নাটকের উন্নয়নে কী কী কাজ করা হবে, সেব্যাপারে নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রতিশ্রুতি, বিজেপিকে পরাস্ত করে কর্নাটকে কংগ্রেস সরকার গড়লে নিষিদ্ধ করা হবে বজরং দল কিংবা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো সংগঠনকে। এই সংগঠনগুলি যাতে ভবিষ্যতে বিদ্বেষ ছড়াতে না পারে, সেকারণে ক্ষমতায় এলে এই সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হবে।

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে এও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে সমস্ত সংগঠন অথবা ব্যক্তির ধর্ম কিংবা জাতপাতের ভিত্তিতে বিদ্বেষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বজরং দল অথবা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া ছাড়া অন্য কোন সংগঠনগুলিকে নিষিদ্ধ করার পথে হাঁটবে, সেব্যাপারে কংগ্রেসের ইস্তেহারে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। যদিও বলা হয়েছে, এই ধরনের সংগঠনগুলি বেআইনি কাজের পাশাপাশি সংবিধানের পবিত্রতা নষ্ট করছে। ফলে এদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া কর্নাটক বিধানসভা উপলক্ষে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস তাতে বলা হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে বিজেপি যেসব জনবিরোধী আইন জারি করেছে, তা একবছরের ভিতর প্রত্যাহার করা হবে।

কর্নাটক বিধানসভা উপলক্ষে বিজেপি বনাম কংগ্রেসের তরজা জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি নির্বাচনী সমাবেশ করেছেন। ইতিমধ্যেই কংগ্রেস ভোটারদের একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হল রাজ্যবাসীকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের সরবরাহ বিনামূল্যে করা হবে। এছাড়া প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীদের দু’হাজার টাকা করে প্রতিমাসে আর্থিক সহযোগিতা করা হবে, যুব সম্প্রদায়ের কর্মহীন মানুষজনকে টানা দু’বছর প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে কিংবা দারিদ্রসীমার তলায় থাকা পরিবারগুলিকে প্রতিমাসে বিনামূল্যে ১০ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। এই প্রতিশ্রুতিগুলি কর্নাটকে সরকার গড়তে পারলে অবিলম্বে বাস্তবায়িত করবে কংগ্রেস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!