Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৮, ২০২৩

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মহাজাতি সদনে ঢুকতে প্রতিরোধের মুখে পড়ে অনুষ্ঠানস্থল ছারলেন কৌস্তভ বাগচি!

আরম্ভ ওয়েব ডেস্ক
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মহাজাতি সদনে ঢুকতে প্রতিরোধের মুখে পড়ে অনুষ্ঠানস্থল ছারলেন কৌস্তভ বাগচি!

মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কৌস্তভ বাগচিকে অনুষ্ঠানস্থলে প্রতিরোধের মুখে পড়ে মহাজাতি সদন ছাড়তে হল। কৌস্তভকে সামনে পেয়ে ছাত্র পরিষদের একাংশ বলে, কৌস্তভ বাগচি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বানচাল করতে এসেছেন। তার পরেই শুরু হয় হাতাহাতি। বিশৃঙ্খলা।

এদিকে ছাত্র পরিষদ নেতৃত্বের দাবি, কৌস্তভকে কেউ বাধা দেয়নি। ওঁ নিজেই অশান্তি পাকাতে এসেছিলেন।

এদিকে কৌস্তভ বাগচি অভিযোগ করেন, ছাত্র পরিষদের মধ্যে তৃণমূলের লোক ঢুকেছে। তাঁরাই আমায় বাধা দিতে এসেছিল। আমার ছেলেদের ওপর আক্রমণ চালিয়েছে। আমি দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিচার চাইব। কৌস্তভকে প্রশ্ন করাবহয় আপনি কি আমন্ত্রীত ছিলেন এই অনুষ্ঠানে ? উত্তরে কৌস্তভ বলেন, কি সের আমন্ত্রণ? কে এখানকার নেতা, যাঁরা আমায় আমন্ত্রণ করনেন? ছাত্র পরিষদ, আমার সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, তাই আমি এই অনুষ্ঠানে এসেছি। আর একদল তৃণমূলের সঙ্গে সম্পর্করক্ষাকারী আমায় ও আমার ছেলেদের বাধা দিল।
কৌস্তভ বাগচি ও তাঁর অনুগামীদের সঙ্গে যখন ছাত্র পরিষদের মহাজাতি সদনের ভেতর বাকবিতন্ডা, হাতাহাতি মারপিটের দিকে যাচ্ছে, তখন মঞ্চে ভাষণ দিচ্ছেন প্রবীণ কংগ্রেস নেতা ও একদা ছাত্র পরিষদ নেতা প্রদীপ ভট্টাচার্য। তাঁর সামনেই এই উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়। শেষে এক প্রকার ধাক্কা দিয়ে কৌস্তভ বাগচিকে মহাজাতি সদন থেকে বাইরে নিয়ে আসা হয়। বাইরে বেরিয়েও আর এক দফা তর্কবিতর্ক হয়। তারপর কৌস্তভ তাঁর লোকজন নিয়ে মহাজাতি সদন থেকে বেরিয়ে যান।
প্রসঙ্গত সম্প্রতি কৌস্তভ বাগচি কংগ্রেসের একাংশ তৃণমূলের দালালি করছে বলে অভিযোগ করে বলেন, তৃণমূল চোর, কোনও ভাবেই রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক প্রদেশ কংগ্রেসের নেই। কেউ যদি সেই চেষ্টা করেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
কৌস্তভের এই বক্তব্য শুনে অধীর রঞ্জন চৌধুরী সেই সময় প্রতিক্রিয়া দিতে গিয়ে কৌস্তভ বাগচিকে তাচ্ছিল্য করে বলেছিলেন, “ও রকম নেতা কে কোথায় কি বলছে তা শোনার সময় নেই।এরা সব স্বঘোষিত নেতা।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!