- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৩০, ২০২৩
অধীরের সাসপেনশন প্রত্যাহারের সুপারিশ লোকসভার প্রিভিলেজ কমিটির

সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সাসপেনশন প্রত্যাহারের সুপারিশের সিদ্ধান্ত লোকসভার প্রিভিলেজ কমিটির। এর ফলে অধীর রঞ্জন চৌধুরীকে আগামী লোকসভার অধিবেশনে আবার দেখা যাবে। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জবাবি ভাষণের আগে সংসদে অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য রাখেন, তখন তিনি নীরব মোদির প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্য রেখেছিলেন। অধীরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সংসদে বক্তব্য পাশের সময় বিঘ্ন সৃষ্টি করেছেন। বিজেপি সাংসদদের আরও অভিযোগ ছিল, অধীরের সংসদে দেওয়া বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আঘাত করেছে। এই কারণে লোকসভা থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়।
অধীরের বিরুদ্ধে অভিযোগ ছিল লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় যখন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ভাষণ দিচ্ছেন তখন অধীর রঞ্জন চৌধুরী তাতে বিঘ্ন ঘটানোর মতো কাজ করেন। এর ফলে ১০ অগাস্ট , ২০২৩ তারিখে লোকসভায় অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আনা বরখাস্তের প্রস্তাব গৃহীত হয়। তারপর এই বিষয়টিকে কলসভার প্রিভিলেজ কমিটিতে পাঠান হয়। সংসদের নিম্ন কক্ষে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আনা বরখাস্তের প্রস্তাব ধ্বনিভোটে পাশ হয়ে যায়। সংসদীয় প্যানেল অধীরের বরখাস্তের বিষয়ে তাঁর বক্তব্য পরীক্ষা করে কমিটির চেয়ারম্যানের মাধ্যমে সংসদে প্রতিবেদনের আকারে জমা দেবে।
লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বুধবার দুপুরে লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে দুপুরে তাঁর বক্তব্য রেকর্ড করতে যান। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লহাদ জোশি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিশৃঙ্খলা জনিত আচরণের জন্য সংসদের নিম্ন কক্ষ থেকে কংগ্রেসের এই প্রবীণ সাংসদকে বরখাস্তের প্রস্তাব পেশ করেছিলেন। সেই প্রস্তাব ধ্বনিভোটে সেদিন পাশ হয়ে যায়।
❤ Support Us