Advertisement
  • এই মুহূর্তে
  • মে ১৪, ২০২২

দেশজুড়ে আতঙ্ক । কিমের দুঃসাহস ‘খতম’। মুখে সাদা মাস্ক ।

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশজুড়ে আতঙ্ক । কিমের দুঃসাহস ‘খতম’। মুখে সাদা মাস্ক ।

আড়াই বছরের করোনা পর্বে মুখে মাস্ক পরেন নি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন । দেশে বিদেশে নিন্দার সম্মুখীন হয়েও মুখের আবরণকে আমল দেননি। সম্প্রতি তাঁর দেশে করোনা ছড়িয়ে পড়ে। এবার তিনি সতর্ক । গম্ভীর। বৃহস্পতিবার  প্রথম মাস্কধারী কিমকে দেখা গেল । রাজধানী পিয়ং ইয়ং-এর এক বাসিন্দা সংক্রমিত। খবরটি চাউর হতেই নড়ে উঠলেন কিম । জরুরি বৈঠক ডাকলেন। বৈঠকের সিদ্ধান্ত, দেশজুড়ে জারি জরুরি অবস্থা । ইতিমধ্যে ১ জনের মূত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সে দেশে । উত্তর কোরিয়ার জনসংখ্যা ২ কোটি ৫০ লক্ষ । কাউকেই টিকা দেওয়া হয়নি। এবার বাধ্যতামূলক ভ্যাকসিন নিতে হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!