Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৮, ২০২২

মমতা নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক৷ অখিলেশ চান, উত্তরপ্রদেশে প্রচার করুন মমতা।

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতা নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক৷ অখিলেশ চান, উত্তরপ্রদেশে প্রচার করুন মমতা।

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তর প্রদেশ নির্বাচন৷। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চান, উত্তর প্রদেশ নির্বাচনে তাঁদের দলের সমর্থনে প্রচার করুন তৃণমূলনেত্রী৷ এই আর্জি নিয়েই আজ বিকেলে কালীঘাটে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷

তৃণমূল উত্তর প্রদেশ নির্বাচনে লড়বে কি না, বা লড়লেও কটি আসনে লড়বে তা এখনও পরিস্কার নয়৷ তবে সশরীরে উত্তর প্রদেশ হাজির না হলেও অখিলেশ চান সমাজবাদী পার্টির সমর্থনে ভার্চুয়ালি প্রচার করুন মমতা৷ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই দলের সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দকে কলকাতায় পাঠিয়েছেন অখিলেশ৷ আজ বিকেল সাড়ে চারটেয় মমতার সঙ্গে দেখা করবেন তিনি ।

কিরণময় নন্দ বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতাদের মধ্যে একজন৷ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁর কাছে শক্তিশালী সংগঠন রয়েছে৷ যেভাবে তিনি লড়াই করে বাংলায় ক্ষমতা ধরে রেখেছেন তা প্রশংসনীয়৷ গোটা দেশ দেখেছে কীভাবে বিজেপি-কে তিনি পরাজিত করেছেন৷ সেই কারণেই আমরা চাই উত্তর প্রদেশ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়ে ভার্চুয়ালি প্রচার করুন৷ করোনা অতিমারির কারণেই প্রাথমিক ভাবে আমরা ভার্চুয়াল প্রচারের কথাই ভেবেছি৷’ মতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেলে সমাজবাদী পার্টির প্রচার আরও গতি পাবে বলেই দাবি কিরণময় নন্দের৷


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!