Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৮, ২০২২

মমতা নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক৷ অখিলেশ চান, উত্তরপ্রদেশে প্রচার করুন মমতা।

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতা নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক৷ অখিলেশ চান, উত্তরপ্রদেশে প্রচার করুন মমতা।

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তর প্রদেশ নির্বাচন৷। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব চান, উত্তর প্রদেশ নির্বাচনে তাঁদের দলের সমর্থনে প্রচার করুন তৃণমূলনেত্রী৷ এই আর্জি নিয়েই আজ বিকেলে কালীঘাটে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷

তৃণমূল উত্তর প্রদেশ নির্বাচনে লড়বে কি না, বা লড়লেও কটি আসনে লড়বে তা এখনও পরিস্কার নয়৷ তবে সশরীরে উত্তর প্রদেশ হাজির না হলেও অখিলেশ চান সমাজবাদী পার্টির সমর্থনে ভার্চুয়ালি প্রচার করুন মমতা৷ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই দলের সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দকে কলকাতায় পাঠিয়েছেন অখিলেশ৷ আজ বিকেল সাড়ে চারটেয় মমতার সঙ্গে দেখা করবেন তিনি ।

কিরণময় নন্দ বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতাদের মধ্যে একজন৷ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাঁর কাছে শক্তিশালী সংগঠন রয়েছে৷ যেভাবে তিনি লড়াই করে বাংলায় ক্ষমতা ধরে রেখেছেন তা প্রশংসনীয়৷ গোটা দেশ দেখেছে কীভাবে বিজেপি-কে তিনি পরাজিত করেছেন৷ সেই কারণেই আমরা চাই উত্তর প্রদেশ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়ে ভার্চুয়ালি প্রচার করুন৷ করোনা অতিমারির কারণেই প্রাথমিক ভাবে আমরা ভার্চুয়াল প্রচারের কথাই ভেবেছি৷’ মতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেলে সমাজবাদী পার্টির প্রচার আরও গতি পাবে বলেই দাবি কিরণময় নন্দের৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!