- দে । শ
- ডিসেম্বর ১৯, ২০২২
ফের আন্দোলনে দেশের কৃষকরা, একগুচ্ছ দাবিতে মিছিল দিল্লির রাজপথে

কৃষক আন্দোলনের এক বছর কাটতে না কাটতেই আবার রাস্তায় কৃষকরা। কেন্দ্রের সরকারের কৃষি নীতির বিরুদ্ধে এক গুচ্ছে দাবিতে সরব দেশের কৃষক সমাজের একাংশ।
আরএসএসের সহযোগী ভারতীয় কিষাণ সংঘর ডাকে দেশের বিভিন্ন প্রান্তের কৃষিজীবি সমাজের এক অংশ কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভে সামিল হলেন। উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন অংশ থেকে কৃষকরা এদিনের মিছিলে যোগ দেন। বিক্ষোভ সমাবেশের কারণ প্রসঙ্গে জানা যাচ্ছে যে সংগঠনের নেতারা কৃষিপণ্যের ওপর যাতে জিএসটি আরোপ না করা হয় সে ব্যাপারে কেন্দ্রের কাছে তাদের দাবি জানান। এছাড়াও খাদ্যশস্যে ভর্তুকি, কৃষকদের ডিবিটির আওতায় আর্থিক সহায়তা দান, কৃষিপণ্যের আমদানি রফতানির একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন ইত্যাদি দাবি জানানো হয় সরকারের কাছে। সমাবেশের মঞ্চে কেন্দ্রের কৃষিনীতির সমালোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহিনী মোহন মিশ্র। স্বাধীনতার ৭৫ বছরে কৃষকদের প্রতি বঞ্চনা তুলে ধরার পাশাপাশি কৃষির ন্যূনতম সহায়ক মূল্যের কথা তিনি বলেন। কেন্দ্রের কৃষিনীতি যে ত্রুটিপূর্ণ সে ব্যাপারেও তিনি সমালোচনা করেন। তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মিশ্র।
কৃষকরা এই সমাবেশের মঞ্চ থেকে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বাড়িয়ে ১০ লক্ষ করা উচিত বলে দাবি করেন। প্রসঙ্গত, বর্তমানে এই সীমা ৩লক্ষ টাকা পর্যন্ত। সমাবেশে প্রায় ৫৫০০০ কৃষক যোগ দিয়েছিলেন। সকাল ১১টা থেকে ৬ টা পর্যন্ত বিক্ষোভ চলবে বলবে জানা যাচ্ছে। বিক্ষোভ মিছিলের জন্য দিল্লির বেশ কয়েকটি জায়গায় যানজট হয়। ট্রাফিক পুলিশ যানজট এড়াতে মহারাজা রঞ্জিত সিং মার্গ, মিণ্টো রোড, চমনলাল মার্গ, আজমেরি গেত, দিল্লি গেট সহ বেশ কয়েকটি স্থান সাধারণ মানুষকে এড়িয়ে চলতে পরামর্শ দেয়। এখন এই নবরূপের কৃষি আন্দোলন পরবর্তী নির্বাচনগুলোতে বিজেপির ভোটবাক্সে কিরূপ প্রভাব ফেলতে চলেছে তা নিয়ে এখনই কোন মন্তব্য করতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি অংশ।
❤ Support Us