Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • এপ্রিল ২৯, ২০২২

আলিপুর চিড়িয়াখানায় কৃত্রিম বৃষ্টি, বদল ডায়েট চার্ট ।

শিম্পাঞ্জি বাবুকে দিনে ৫ বার লস্যি পান করানো হচ্ছে। শরীর ঠান্ডা রাখতে ভাল্লুক দুধ-ভাত খাচ্ছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
আলিপুর চিড়িয়াখানায় কৃত্রিম বৃষ্টি, বদল ডায়েট চার্ট ।

আলিপুর চিড়িয়াখানায় গরম দূষন রুখতে হরদম চেষ্টা চলছে। কলকাতায় টানা ৬০ দিন বৃষ্টি  হয়নি । গরমে হাঁসফাঁস করছে  ‘আটক’  পশুপাখিরা । চিড়িয়াখানার কর্মীরা  অনবরত কৃত্রিম বৃষ্টি বর্ষণে ব্যস্ত।

একটি কচ্ছপের নাম কথা। বয়স ৪২। পূর্বগামী  অদ্বৈতর খাঁচায়  তার বসবাস ।  তার খাঁচার ভিতরে ছোট্ট এক  জলাশয়ের তোড়ে স্নান করে  ভারি তার আনন্দ। দিনে দুবার  যত্ন করে কথাকে স্নান করান হয় । কথা এই মুহূর্তে  চিড়িয়াখানার সিনিয়র মোস্ট কচ্ছপ।

১২ বছরের  হাতি তিথির  গায়ে  শীতল  জলের ধারা  আরামে চোখ বন্ধ করে নিল সে। তারপর শুয়ে পড়ল মাটিতে।

ব্রাজিল ও সাইবেরিয়া থেকে নিয়ে আসা পাখি ও বিদেশি পাইথনের জন্য চলছে হাইস্পিড ফ্যান। মাঝেমধ্যেই খাঁচার ভিতর কৃত্রিম বৃষ্টি নামছে । চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেছেন, গরমের সঙ্গে লড়তে পশু-পাখিদের ডায়েট চার্টও রদবদল হয়েছে। শিম্পাঞ্জি বাবুর জন্য বরাদ্দ  দিনে ৫ বার লস্যি ।  ভাল্লুককে দুধ-ভাত । বাঘ-সিংহের মাংসের মেনু তালিকা থেকে দিনে দেড় থেকে ২ কেজি  মাংস  কমিয়ে দেওয়া হয়েছে। পশু-পাখি সবাই ওআরএস খাচ্ছে। এপ্রিলের দাবদহ দেখে কর্তৃপক্ষ সতর্ক। মে-জুনের গরমের সঙ্গে লড়তে তারা বদ্ধ পরিকর ।

গ্রীষ্মে  কলকাতা কিংবা গোটা রাজ্য বহু বছর  এরকম লাগামহীন গরমের সম্মুখীন হয়নি । সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা । পাশেই বঙ্গোপসাগর । সেখানেও জলের উপর উষ্ণ স্রোত  বইছে। দুই বঙ্গ জুড়েই তাপমাত্রা তুলনাহীন দাপট । পুরুলিয়া যেন তপ্ত কড়াইয়ের উপর ভাসছে। তাপমাত্রার ঊর্দ্ধগতি রাজস্থানে জয়সলমীরকে হার মানাচ্ছে।গত কাল জহ্গল মহলের তাপমাত্রা ৪৪.৩ তে পৌঁছে যায়। অআজ অআরও বাড়তে পারে।  দক্ষিণবঙ্গও নাজেহাল । পদ্মা পারের জনজীবনও অস্থির । শহর ছেড়ে মানুষ গ্রামের দিকে ছুটছে । এক তো আসন্ন ইদের ছুটি । তার উপর মুহুর্মুহু গরমের হামলা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরে বেলাগাম প্রবাহ । প্রবাহের বিরতি নেই । উত্তুরে হাওয়া ম্লান । দক্ষিণও বাতাস উর্দ্ধমুখী ।

মৌসম ভবনের সতর্ক বার্তা ,  ছাড়খণ্ডে খূর্নাবর্ত জড়ো হতে পারে । তখন মাঝে মাঝে ঝড় বূষ্টি হবে। কিন্তু গরমের দাপট কমবে না । তীব্র তাপপ্রবাহে এ পর্যন্ত মূত্যুর সংখ্যা ১। বূহস্পতিবার পুরুলিয়ায় মূত্যু হয়েছে একজন গৃহবধুর । নাম চৈতালী মাহাতো, বয়স ২২।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!