Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৯, ২০২২

আলিপুর চিড়িয়াখানায় কৃত্রিম বৃষ্টি, বদল ডায়েট চার্ট ।

শিম্পাঞ্জি বাবুকে দিনে ৫ বার লস্যি পান করানো হচ্ছে। শরীর ঠান্ডা রাখতে ভাল্লুক দুধ-ভাত খাচ্ছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
আলিপুর চিড়িয়াখানায় কৃত্রিম বৃষ্টি, বদল ডায়েট চার্ট ।

আলিপুর চিড়িয়াখানায় গরম দূষন রুখতে হরদম চেষ্টা চলছে। কলকাতায় টানা ৬০ দিন বৃষ্টি  হয়নি । গরমে হাঁসফাঁস করছে  ‘আটক’  পশুপাখিরা । চিড়িয়াখানার কর্মীরা  অনবরত কৃত্রিম বৃষ্টি বর্ষণে ব্যস্ত।

একটি কচ্ছপের নাম কথা। বয়স ৪২। পূর্বগামী  অদ্বৈতর খাঁচায়  তার বসবাস ।  তার খাঁচার ভিতরে ছোট্ট এক  জলাশয়ের তোড়ে স্নান করে  ভারি তার আনন্দ। দিনে দুবার  যত্ন করে কথাকে স্নান করান হয় । কথা এই মুহূর্তে  চিড়িয়াখানার সিনিয়র মোস্ট কচ্ছপ।

১২ বছরের  হাতি তিথির  গায়ে  শীতল  জলের ধারা  আরামে চোখ বন্ধ করে নিল সে। তারপর শুয়ে পড়ল মাটিতে।

ব্রাজিল ও সাইবেরিয়া থেকে নিয়ে আসা পাখি ও বিদেশি পাইথনের জন্য চলছে হাইস্পিড ফ্যান। মাঝেমধ্যেই খাঁচার ভিতর কৃত্রিম বৃষ্টি নামছে । চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেছেন, গরমের সঙ্গে লড়তে পশু-পাখিদের ডায়েট চার্টও রদবদল হয়েছে। শিম্পাঞ্জি বাবুর জন্য বরাদ্দ  দিনে ৫ বার লস্যি ।  ভাল্লুককে দুধ-ভাত । বাঘ-সিংহের মাংসের মেনু তালিকা থেকে দিনে দেড় থেকে ২ কেজি  মাংস  কমিয়ে দেওয়া হয়েছে। পশু-পাখি সবাই ওআরএস খাচ্ছে। এপ্রিলের দাবদহ দেখে কর্তৃপক্ষ সতর্ক। মে-জুনের গরমের সঙ্গে লড়তে তারা বদ্ধ পরিকর ।

গ্রীষ্মে  কলকাতা কিংবা গোটা রাজ্য বহু বছর  এরকম লাগামহীন গরমের সম্মুখীন হয়নি । সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা । পাশেই বঙ্গোপসাগর । সেখানেও জলের উপর উষ্ণ স্রোত  বইছে। দুই বঙ্গ জুড়েই তাপমাত্রা তুলনাহীন দাপট । পুরুলিয়া যেন তপ্ত কড়াইয়ের উপর ভাসছে। তাপমাত্রার ঊর্দ্ধগতি রাজস্থানে জয়সলমীরকে হার মানাচ্ছে।গত কাল জহ্গল মহলের তাপমাত্রা ৪৪.৩ তে পৌঁছে যায়। অআজ অআরও বাড়তে পারে।  দক্ষিণবঙ্গও নাজেহাল । পদ্মা পারের জনজীবনও অস্থির । শহর ছেড়ে মানুষ গ্রামের দিকে ছুটছে । এক তো আসন্ন ইদের ছুটি । তার উপর মুহুর্মুহু গরমের হামলা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরে বেলাগাম প্রবাহ । প্রবাহের বিরতি নেই । উত্তুরে হাওয়া ম্লান । দক্ষিণও বাতাস উর্দ্ধমুখী ।

মৌসম ভবনের সতর্ক বার্তা ,  ছাড়খণ্ডে খূর্নাবর্ত জড়ো হতে পারে । তখন মাঝে মাঝে ঝড় বূষ্টি হবে। কিন্তু গরমের দাপট কমবে না । তীব্র তাপপ্রবাহে এ পর্যন্ত মূত্যুর সংখ্যা ১। বূহস্পতিবার পুরুলিয়ায় মূত্যু হয়েছে একজন গৃহবধুর । নাম চৈতালী মাহাতো, বয়স ২২।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!