- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৯, ২০২৪
অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে দ্বিতীয় ম্যাচেও হারতে হল ভারতীয় ‘এ’ দলকে
প্রথম ওভারেই পরপর ২ বলেই মার্কাস হ্যারিস ও ক্যামেরন ব্যানক্রফটকে তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। আশা আরও বাড়িয়েছিলেন মুকেশ কুমার। ক্রমশ জমে ওঠা নাখান ম্যাকসুয়েনি ও সাম কোনস্টাসের জুটি ভেঙে। কিন্তু শেষরক্ষা হল না। অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে দ্বিতীয় বেসরকারী টেস্টেও হারতে হল ভারতীয় ‘এ’ দলকে। ৬ উইকেটে জয় অস্ট্রেলিয়ার। বোলাররা নিজেদের মেলে ধরলেও ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে।
আগের দিনের ৭৩/৫ নিয়ে তৃতীয় দিন খেলা শুরু করে ভারত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়ে তোলেন ধ্রুব জুরেল। নীতীশ রেড্ডির সঙ্গে ভাল জুটি গড়ে তোলেন। এই জুটিতে ওঠে ৯৪ রান। ১২২ বলে ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হন জুরেল। তাঁর পরপরই ফিরে যান নীতীশ রেড্ডি। ৮১ বলে তিনি করেন ৩৮। এরপর প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে রুখে দাঁড়ান তনুশ কোটিয়ান। দুজনের জুটিতে ওঠে ৫১। ৪৩ বলে ২৯ রান করে আউট হন প্রসিদ্ধ কৃষ্ণ। ৮৪ বলে ৪৪ রান করেন তনুশ। ২২৯ রানে গুটিয়ে যায় ভারতীয় ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মার্কাস হ্যারিসকে (০) তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। পরের বলেই ফেরান ক্যামেরন ব্যানক্রফটকে (০)। এরপর সতর্কভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নাথান ম্যাকসুয়েনি ও সাম কোনস্টাস। ৪৮ রানের মাথায় ম্যাকসুয়েনিকে (২৫) তুলে নেন মুকেশ কুমার। অন্যদিকে, অলিভার ডেভিসকে (২১) ফেরান তনুশ কোটিয়ান। ৭৩ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া ‘এ’। সাম কনস্টাস ও বিউ ওয়েবস্টার জুটি দলকে জয় এনে দেন। ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। সাম কনস্টাস ৭৩ ও বিউ ওয়েবস্টার ৪৬ রান করে অপরাজিত থাকেন।
❤ Support Us