- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১১, ২০২৩
ব্রাত্যকে “জুনিয়র অ্যাপয়েন্টি” বলায় রাজ্যপালকে পাল্টা বিঁধলেন কুণাল

রাজ্যপাল সি ভি আনন্দ বোস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম না করে তাঁকে জুনিয়র অ্যাপয়েন্টি বলায় তার তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, “মন্ত্রীতো নির্বাচিত। হতে পারেন তিনি রাজ্যপালের কাছে শপথ নিয়েছেন। রাজ্যপালের কোনও মন্ত্রীকে জুনিয়র অ্যাপয়েন্টি বলে অপমান করার অধিকার নেই। মুখ্যমন্ত্রী যদি বলেন, রাষ্ট্রপতি ছাড়া কারও সঙ্গে কথা বলব না, সেটা ভালো লাগবে?”
এরপর কুণাল রাজ্যপালের চিঠি প্রসঙ্গে বলেন, “রাজ্যপাল রাতের চিঠি বলে একটা সাসপেন্স তৈরি করছেন। ব্রাত্য নিশ্চই রাজ্যপালের ঘুম কেড়ে নিয়েছে। রাতে কেন চিঠি সই করতে হবে। মানুষ রাত জাগে প্রেমে আর ঘুম না এলে। এতো নিশাচরীয় কার্যকলাপ। জাগরণে যায় বিভাবরী,আঁখি হতে ঘুম নিল হরি। তাই রাজ্যপাল কাকে চিঠি দেবেন, কেন দেবেন, সেই কথা আমাদের জানার কথা নয়। রাজ্যপাল রাজভবন থেকে জানাচ্ছেন। একটা সাসপেন্স তৈরি করে রাখছেন, কেন?”
ঠিক এই ভাষাতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জুনিয়র অ্যাপয়েন্টি বলার উত্তর দিলেন।”
কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন, রাজ্যপাল নিজেই নিজের কথা বলে চলেছেন। তাঁর কথা আসলে কেউ শুনতে চান না।
এদিকে সোমবার কলেজ স্ট্রিটে রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় বসেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের বক্তব্য, রাজ্যপাল ইচ্ছাকৃত ভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছেন। কিছু উপাচার্য রাজ্যপালের বন্ধু, তাঁরা রাজ্যপালের সঙ্গে গল্প করছেন কলেজ,বিশ্ববিদ্যালয় চালানোর পরিবর্তে। এর ফলে সেমেস্টার হচ্ছে না, ছাত্রছাত্রীরা অন্যত্র উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে পারছে না। রাজ্যপাল ভুলে যাচ্ছেন তিনি মনোনীত আর তৃণমূল রাজ্যে তিনবারের নির্বাচিত সরকার চালাচ্ছে। আমরা রাজ্যপালের এই সব কাজ মানি না।
রাজ্য-রাজ্যপাল এই সংঘাতের জের গিয়ে পড়ছে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে। তার ফলে সেমেস্টার আটকে আছে। ফল প্রকাশ হতে পারছে না অনেক জায়গায়, এমনই অভিযোগ টিএমসিপি নেতাকর্মীদের।
তবে সোমবার রাজ্যপার শিক্ষামন্ত্রীকে “জুনিয়র অ্যাপয়েন্টি” বলেছেন। বলেছেন আমি যা বলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।
এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছেন, “রাজ্যের দীর্ঘদিনের একটা গর্বের সম্পদ শিক্ষাব্যবস্থা, সেটা,নষ্ট করে দিতে চাইছেন।”
❤ Support Us