Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৭, ২০২৩

আবার লালকার্ড দেখলেন স্টিম্যাক, কুয়েতের সঙ্গে ড্র করে গ্রুপে দ্বিতীয় ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার লালকার্ড দেখলেন স্টিম্যাক, কুয়েতের সঙ্গে ড্র করে গ্রুপে দ্বিতীয় ভারত

আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল দুই দল। মঙ্গলবার ভারত ও কুয়েতের কাছে ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচের ওপর নির্ভর করছিল গ্রুপের শীর্ষস্থান। গ্রুপ শীর্ষে থাকতে গেলে ভারতকে জিততেই হত। ড্র করলেই চলত কুয়েতকে। শেষ মুহূর্তের গোলে ভারতের সঙ্গে ড্র করে শীর্ষস্থান দখল করল কুয়েত। ম্যাচের ফল ১–১। এগিয়ে গিয়েও ম্যাচের অন্তিমলগ্নে আনোয়ার আলির আত্মঘাতী গোলে জয় হাতছাড়া।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন সুনীল ছেত্রিরা। কিন্তু গোলমুখ খুলতে পারছিলেন না। দুই উইং দিয়ে নওরেম মহেশ সিং ও ছাংতে আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত রাখছিলেন কুয়েত রক্ষণকে। ১৭ মিনিটে মহেশ সিংয়ের সামনে সহজ সুযোগ এসে গিয়েছিল। কিন্তু তিনি অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েন। ২৫ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে গোল করার পরিস্থিতি তৈরি করেছিলেন কুয়েতের আবদুল্লা। কিন্তু তাঁর শট অমরিন্দারের গায়ে লাগে। অবশেষে প্রথমার্ধের ইনজুরি সময়ে অনিরুদ্ধ থাপার কর্নার বক্সে পড়তেই ডানপায়ের দুরন্ত সাইডভলিতে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রি। দেশের জার্সিতে ৯২ তম গোল।

সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে কুয়েত। বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিল। ৫৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসে গিয়েছিল। আলখালদির দুরন্ত ফ্রিকিক উড়ে গিয়ে বাঁচান ভারতীয় দলের গোলকিপার অমরিন্দার সিং। ম্যাচের ৬২ মিনিটে সাইডলাইনে ঝামেলা করে হলুদ কার্ড দেখেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক। ৮১ মিনিটে আবার সহকারী রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এবার রেফারি এসে তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন। অবশেষে ম্যাচের একেবারে ইনজুরি সময়ে কুয়েতের আলবুলিশির নির্বিষ শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের গোলে পাঠান আনোয়ার আলি। তার আগেই নিজেদের মধ্যে ঝামেলা করে লাল কার্ড দেখেন ভারতের রহিম আলি ও কুয়েতের আলকালাফ। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে শীর্ষে পৌঁছে গেল কুয়েত।

কুয়েতের কাছে পয়েন্ট হারানোর পাশাপাশি ভারতের বড় ক্ষতি ইগর স্টিম্যাক ও রহিম আলির লাল কার্ড দেখা। সেমিফাইনালে রহিম আলি যেমন খেলতে পারবেন না, তেমনই রিজার্ভ বেঞ্চেও বসতে পারবেন না কোচ ইগর স্টিম্যাক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!