Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১১, ২০২৩

পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামোর ঘাটতি, রাজ্যের ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল

আরম্ভ ওয়েব ডেস্ক
পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামোর ঘাটতি, রাজ্যের ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল

রাজ্যের ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়ে গেল। রাজ্যে মোট ৬২৪টি বিএড কলেজের মধ্যে ২৫৩টি কলেজের অনুমোদন বাতিল হওয়ায় বিএড পড়ুয়ারা বিপাকে পড়বেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগে এই বিএড কলেজগুলির অনুমোদন বাতিল করা হয়েছে। তবে আগেই এমন একটি সম্ভাবনার কথা জানা যাচ্ছিল যে রাজ্যের ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হতে পারে, অবশেষে সেই জল্পনা বাস্তব হল।

সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা সাপেক্ষে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় ৩৭১টি বিএড কলেজকে অনুমোদন দিয়েছে বলে জানা যাচ্ছে। বাকি ২৫৩টি বিএড কলেজ কোনও অনুমোদন পায়নি। অর্থাৎ, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের একাধিক বিএড কলেজ এক ধাক্কায় অনুমোদন হারাল।

এই ২৩৫টি বিএড কলেজে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ছিলেন, অন্যান্য পর্যাপ্ত পরিকাঠামোও ছিল না, সেই কারণেই এই ২৫৩টি বিএড কলেজের  অনুমোদন এবার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও একাধিক বিএড কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠেছিল সেখানকার পরিকাঠামো নিয়ে। এমন প্রায় ২০০-র বেশি বিএড কলেজ ঘিরে প্রশ্ন উঠেছিল বলে সূত্রের খবর। এমন অবস্থায় বিএড বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই সতর্ক বার্তা দিয়ে রাখা হয়েছিল, কারণ তাদের কলেজে পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামো ছিল না।

বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফে মাস খানেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এনসিটির ২০১৪ সালের রেগুলেশন মেনে চলতে হবে। সেই রেগুলেশন যে কলেজগুলি মেনে চলতে পারবে না, সেই কলেজের অনুমোদন দেওয়া সম্ভব হবে না। এমনকী বেশ কয়েকটি বিএড কলেজের বিরুদ্ধে ভুয়ো ফায়ার সেফটি লাইসেন্স ব্যবহারের অভিযোগও এসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এই সমস্ত কারণেই রাজ্যের ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!