Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২২, ২০২৩

বরফে ঢাকা লেকে হাফ ম্যারাথন আয়োজন করে গিনেস বুকে লাদাখ

আরম্ভ ওয়েব ডেস্ক
বরফে ঢাকা লেকে হাফ ম্যারাথন আয়োজন করে গিনেস বুকে লাদাখ

গিনেস বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখ। মাইনাস শূন্য ডিগ্রির নীচের তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৮৬২ ফুট উচ্চতায় ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল। ২১ কিলোমিটারের বরফ ঢাকা রাস্তায় সফলভাবে ম্যারাথন সম্পন্ন করে ইতিহাস তৈরি করেছে লাদাখ।
প্যাংগং সো বিশ্বের সর্বোচ্চ বরফে ঢাকা লেক। ভারত ও চীন সীমান্ত জুড়ে ৭০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লেক। শীতকালে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাপমাত্রা। ফলে নোনা জলের হ্রদটি বরফে পরিণত হয়। এই লেকেই ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন আয়োজন করেছিল অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন অফ লাদাখ। আর সহযোগিতা করেছিল লেহ–র পর্যটন বিভাগের লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল। জলবায়ুর পরিবর্তন এবং হিমালয়কে বাঁচানোর প্রয়োজন সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল।
লুকম থেকে চার ঘন্টার এই ম্যারাথন দৌড় শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল মান গ্রামে। এই ২১ কিলোমিটারের দীর্ঘ ম্যারাথনে ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকেই সুস্থভাবে দৌড় শেষ করেন। ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং লাদাখ মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের কর্মীরা রুটে মোতায়েন ছিলেন। বরফ জমার স্তর সঠিক পরিদর্শন করে ম্যারাথনের রুটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অংশগ্রহণকারীরা যাতে বরফের ওপর পিছলে না পড়ে তার জন্য নিরাপত্তা সরঞ্জাম পরেই দৌড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। ম্যারাথন শেষে দৌড়বিদদের মেডেল ও শংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। পুরুষ এবং মহিলা উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের আর্থিক পুরস্কারও দেওয়া হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!