Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২১, ২০২৩

হাসপাতালে লক্ষণ শেঠ। অবস্থা স্থিতিশীল, অভয় চিকিৎসকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসপাতালে লক্ষণ শেঠ। অবস্থা স্থিতিশীল, অভয় চিকিৎসকদের

প্রাক্তন সাংসদ আর প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষণ শেঠ অসুস্থ।  সংক্রমণের কারণে অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সমাজব্রতী শিক্ষাব্রতীর চিকিৎসা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হলদিয়ার আইকেয়ার শিক্ষাগ্রুপের সচিব আর লক্ষণ শেঠের একান্ত ঘনিষ্ঠ আশিস লাহিড়ী জানিয়েছেন, লক্ষণবাবুর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। খাওয়া দাওয়া, কথাবার্তা সবই স্বাভাবিক।

লক্ষণ শেঠ কেবল রাজনীতিক নয়, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাপ্রচারক। তাঁর নেতৃত্বে আর উদ্যোগে তৈরি আইকেয়ারের অধীনে হলদিয়া ইঞ্জিনিয়ারিং, ল-কলেজ, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ও হাপাতাল সহ উত্তর বারতের সবচেয়ে বড়ো আর বৈচিত্রপূর্ণ বেসরকারি শিক্ষা ক্যাম্পাস সমাজের অভিপ্রায় তাঁকে সবসময় ব্যস্ত করে রেখেছে।

সাংসদ থাকাকালে হলদিয়ায় শিক্ষা, সংস্কৃতি আর শিল্প উদ্যোেগর পারস্পরিক সমন্বয়ের দিশাসূত্রের নির্মাণ এবং হলদিয়া উৎসব শুরু করেন এককালের সিপিএম নেতা। হলদিয়ায় তাঁর আমন্ত্রণে যোগ দেয় একের পর এক শিল্প সংস্থা। পরে এরকম একজন উদ্যোগীকেও দল থেকে বহিষ্কার করে দেয় সিপিএম। বহিষ্কৃত হওয়ার পরে নিজের সামাজিক কাজকর্মকে আরো সংহত করে তোলেন তিনি। নিজে রাজনৈতিক দল তৈরি করেছিলেন।কিন্তু গবেষণার কাজে মগ্ন হয়ে পড়লে নেতৃত্বহীনতা দেখা দেয়। এরকম পরিস্থিতিতেই তাঁর লেখা গান্ধি অ্যান্ড মডেল অব ডেমোক্রেসি শীর্ষক বই বের হয়। পরের গবেষণাগ্রন্থ গৌতম বুদ্ধ, অ্যাজ অ্যান এক্সপোনেন্ট অব ইগ্যালিটেরিয়ান সোসাইটি। ইতিহাস আর দর্শনে গবেষণার জন্য পিএইচডি ও ডিলিট খেতাব পেয়েছেন আইকেয়ারের প্রতিষ্ঠাতা।

সম্ভবত অত্যধিক পরিশ্রম আর বাড়তি রাজনৗতিক দায়িত্বের জন্য সম্প্রতি কিছু কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। তাঁর অসুস্থতার খবরে তাঁর অনুরাগীদের মধ্যে হঠাৎ চাঞ্চল্য দেখা দেয়। চিকিৎসকেরা বলেছেন, চিন্তার কারণ নেই। শীঘ্রই সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং স্বনামধন্য শিক্ষাব্রতী।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!