শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বৃহস্পতিবার হঠাৎই কলকাতায় এলেন লালুপ্রসাদ যাদব ও তাঁর পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জানা যাচ্ছে, ব্যক্তিগত কাজে তাঁরা কলকাতায় এসেছেন। শোনা যাচ্ছে এই সফরে লালু-তেজস্বী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। মমতা ইন্ডিয়া মঞ্চের অন্যতম মুখ। তবে মমতার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তেজস্বী যাদব।
বৃহস্পতিবার সকালে কলকাতা বিমান বন্দরে আরজেডি সুপ্রিমো লালু ও তেজস্বী যাদবকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁদের অনুগামীরা। ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতেই লালু-তেজস্বী কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে। ১৮ নভেম্বর পর্যন্ত তাঁরা কলকাতায় থাকতে পারেন বলে খবর।
লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদব ইন্ডিয়া মঞ্চের অন্যতম নেতা। এই ইন্ডিয়া মঞ্চের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইন্ডিয়া মঞ্চের প্রথম বৈঠকের আগের দিন বিহারে পৌঁছে রীতিমতো লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়ে সাক্ষাৎ সেরেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাবড়ি দেবীর জন্য উপহার নিয়ে যান মমতা। দীর্ঘক্ষণ বৈঠকও করেন লালু ,তেজস্বীর সঙ্গে। তার আগে নীতীশ কুমারের সঙ্গে কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন তেজস্বী যাদব। আরজেডি সুপ্রিমো এবারের কলকাতায় সফরে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেই খবর পাওয়া যাচ্ছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34