Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৫, ২০২২

‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও গভীর করছে : দোরাইস্বামী

এই পোর্টালের মাধ্যমে শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাবে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও গভীর করছে : দোরাইস্বামী

বৃহস্পতিবার রাতে গুলশানের ইন্ডিয়া হাউজে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিশেন্স ওয়েব পোর্টাল ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’-এর উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ ওয়েবপোর্টাল চালু হওয়ার ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতে শিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি দু’দেশের বন্ধুত্ব আরও গভীর করবে এই পোর্টাল । শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাক সেই চেষ্টাই করেছি আমরা । সে কারণেই এই ওয়েব পোর্টালের যাত্রার উদ্যোগ নেওয়া হলো । বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা শেষ করে দেশে ফিরে মেধাকে কাজে লাগাতে পারবে। একইসঙ্গে ভারতে শুধু লং কোর্স নয় শর্ট কোর্সের তথ্যও এখানে থাকবে। যার মাধ্যমে প্রফেশনাল দক্ষ কর্মীরাও ভারতে কোর্স করে নিজেদের সমৃদ্ধ করতে পারবে ।

উদ্ধোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশন ঢাকার উদ্যোগে এবং ইন্দিারা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয় । নৃত্যে বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেন শিল্পী আনিসুর রহমান হিরু ও তার দল সৃষ্টি কালচারাল সেন্টার।

এরপর শিল্পীরা একে একে পরিবেশন করেন বাংলাদেশর ঐতিহ্যবাহী নৃত্য। বিভিন্ন গানের সুরে তারা ফুটিয়ে তোলেন বাংলার সংস্কৃতিকে। এরমধ্যে ছিল-অঞ্জলি লহো মোর সঙ্গীতে, নাও ছাড়িয়ে যে মাঝি পাল উড়াইয়া দে, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’, ‘চল চল চল ঊর্ধ্বগগনে বাজে মাদল’ এবং বিভিন্ন দেমাত্মবোধক সঙ্গীত অবলম্বনে নৃত্য। এরমধ্য দিয়ে তারা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপস্থাপন করেন শিল্পীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!