Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৪, ২০২২

শুভেন্দুর গেরুয়া গড়ে কম্পন, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে লক্ষণ শেঠ

আরম্ভ ওয়েব ডেস্ক
শুভেন্দুর গেরুয়া গড়ে কম্পন, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে লক্ষণ শেঠ

ফাইল চিত্র

সিপিএম এর প্রাক্তন সাংসদ আর ডাকসাইটে শ্রমিক নেতা লক্ষণ শেঠকে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মনোনীত করল কংগ্রেস নেতৃত্ব। এই মনোনয়নে দলের প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর সর্বাত্মক সায় রয়েছে। লক্ষণ শেঠ হলেছেন, আমি আনন্দিত। কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের হয়ে আমার কাজ করার সুযোগ আরও বাড়ল। কংগ্রেস হাইকমান্ড আর অধীরবাবুর কাছে আমি কৃতজ্ঞ। ঐকান্তিকতার সঙ্গে দেশ আর মানুষের সেবা করার চেষ্টা করব।এব্যাপারে কংগ্রেস দেশের প্রাচীনতম আর যোগ্যতম মঞ্চ। এর সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। ইতিহাসের ছাত্র আর রাজনৈতিক কর্মী হিসেবে কংগ্রেসের জনমুখী নীতি আর সামাজিক কৌশল আমাকে বারবার আকৃষ্ট করে। কংগ্রেসে যোগ দেওয়ার পর দলের অনড় আদর্শের প্রতি একাত্মতা তিল তিলে অনুভব করছি। ভবিষ্যতে নিজেকে আরও বেশি ঋদ্ধ আর প্রশিক্ষিত করার সুযোগ মিলবে।

শুভেন্দু গড়ে, লক্ষণ শেঠের পুণরুত্থান বিজেপিকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করে দিল।পূর্ব মেদনীপুরে কংগ্রেসের অস্তিত্বে এবার নব প্রাণ সঞ্চারিত হবে। শুভেন্দুকে ত্রিমুখী শক্তির সঙ্গে সরাসরি লড়তে হবে। তূণমূল, সিপিএম আর কংগ্রেস। এতদিন জেলায় কংগ্রেসের শক্তিমান কান্ডারীর অনুপস্থিতিতে কর্মীরা এদিক ওদিকে ছুটছিলেন। এবার তাঁরা লক্ষণ শেঠের হাত ধরে হারানো জমি ফিরিয়ে আনার লড়াই শুরু করবেন।

সিপিএম থেকে বহিষ্কারের পর লক্ষণ শেঠ তাঁর অনুগামীদের নিয়ে আলাদা মঞ্চ গড়েছিলেন।পরে গেরুয়া শিবিরের বিদ্বেষের রাজনীতিতে ক্ষুব্ধ, বিরক্ত হয়ে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস তাঁকে বরণ করে। মাঝখানে, সন্ধিক্ষণের মুহূর্তে বাড়ল তাঁর ইতিহাস পাঠ। প্রথমে পিএইচডি, পরে ডিলিট।বিষয়, প্রাচীন ভারতের ইতিহাস আর বৌদ্ধধর্ম। তাঁর ইতিহাস চর্চা, বামপন্থী ঘরাণায় হয়ে ওঠা, সাংগঠনিক দক্ষতা আর অভিজ্ঞতাকে যথাসম্ভব ব্যবহার করবে কংগ্রেস। কংগ্রেসের ঐতিহ্যে ইতিহাস পরিক্রমার গুরুত্ব অপরিসীম। নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, হুমায়ুন কবীর, আম্বেদকর থেকে প্রণব মুখোপাধ্যায় থেকে জয়রাম রমেশ পর্যন্ত অসংখ্য গুণী ইতিহাসের আলোয় ভারতকে খুঁজছেন। এই ঘরাণা লক্ষণ শেঠেরও সাম্প্রতিক অবলম্বন। সাংগঠনিক দক্ষতা আর নিঃশব্দে ইতিহাস পাঠের অভিজ্ঞতাকে সম্ভবত তিনি তাঁর ব্যবহারিক রাজনীতিতে প্রয়োগ করবেন।

গত কয়েকদিন লক্ষণ শেঠ দিল্লিতে ছিলেন। রাজধানী থেকে ফেরার পরই প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির পদে তাঁকে মনোনীত করার খবর চিঠি দিয়ে জানান দলের অন্যতম সাধারণ সম্পাদক মুস্তাক আলম। লক্ষণের মনোনয়নে পশ্চিম মেদনীপুরের জেলার কংগ্রেস কর্মীরা পুলকিত। পঞ্চায়েত ভোটের আগে দলের গুরুত্বপূর্ণ পদে তাঁর উত্তরণ তৃণস্তরের কর্মীদের যথাসম্ভব উজ্জীবিত করবে এরকম ভাবছেন রাজনীতি বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!