Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৫, ২০২৩

কুস্তিগীরদের আন্দোলন ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, প্রতিক্রিয়া সৌরভেরও

আরম্ভ ওয়েব ডেস্ক
কুস্তিগীরদের আন্দোলন ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, প্রতিক্রিয়া সৌরভেরও

অনেক টালবাহনার পর ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কিন্তু এখনও গ্রেপ্তার করেনি। তাঁর গ্রেপ্তারের দাবিতে এখনও দিল্লির যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। কুস্তিগীররা শুধু ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআরে সন্তুষ্ট নন। তাঁরা চাইছেন গ্রেপ্তারি। এই প্রসঙ্গে আজ মুখ খুলেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
লখনউয়ে সাংবাদমাধ্যমের সামনে কুস্তিগীরদের উদ্দেশ্য করে অনুরাগ ঠাকুর বলেন, ‘‌কুস্তিগীররা তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছিল। তাদের দাবি মেনে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এফআইআরও দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশও এসেছে। দিল্লি পুলিশ নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে। আমি কুস্তিগীরদের উদ্দেশ্যে একটা কথাই বলব, আপনাদের সব দাবিই পূরণ হয়েছে। এবার তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষভাবে চলতে দেওয়া উচিত। দিল্লি পুলিশ, আসল সত্য উদঘাটন করবে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।’‌
যদিও কুস্তিগীররা আগেই দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের গঠিত ওভারসাইট কমিটির যে তদন্ত রিপোর্ট জমা পড়েছে, সেটা জনসমক্ষে আনা হোক। এই দাবি কিন্তু পূরণ হয়নি। কুস্তিগীররা অবশ্য জানিয়ে দিয়েছেন ব্রিজ ভূষণ গ্রেপ্তার না হওয়া তাঁরা প্রতিবাদের রাস্তা থেকে সরে আসবেন না।

এদিকে, কুস্তিগীরদের সমস্যার সমাধানের আশা করছেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘‌আমি সঠিকভাবে জানি না কী চলছে। সংবাদমাধ্যম থেকেই যতটুকু জেনেছি। কোনও বিষয় পুরোপুরি না জেনে সেই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। ওদের লড়াই লড়তে দিন। আশা করব কুস্তিগীরদের সমস্যার সমাধান হবে। ওরা অনেক পদক জিতেছে, দেশকে গৌরবান্বিত করেছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!