- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৪, ২০২২
হাজার ম্যাচের মাইলস্টোন, মারাদোনাকে টপকেও আবেগহীন মেসি

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে মাইলস্টোন গড়েছেন লিওনেল মেসি। পৌঁছে গেছেন ফুটবল জীবনের ১০০০ ম্যাচের মাইলস্টোনে। মেসি নাকি নিজেও জানতেন না এই কীর্তির কথা। মাইলস্টোনে পৌঁছেও আবেগহীন মেসি। আলাদা করে উদযাপনের কথাও ভাবছেন না। বিশ্বকাপে গোলসংখ্যার দিক দিয়ে টপকে গেছেন মারাদোনাকেও। তবুও কোনও হেলদোল নেই মেসির। ব্যক্তিগত মাইলস্টোন নয়, মেসির কাছে প্রাধান্য পাচ্ছে দেশের বিশ্বকাপ জয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মেসি ১০০০ ম্যাচের প্রসঙ্গে বলেন, ‘আজই জানলাম, এটা আমার হাজারতম ম্যাচ। আমি অতীত নিয়ে ভাবি না, বর্তমান নিয়ে থাকতে ভালবাসি।’ আসলে ব্যক্তিগত কীর্তি নিয়ে আর মাথা ঘামাতে চাইছেন না মেসি। একটাই লক্ষ্য দেশকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা। তাই হাজারতম ম্যাচ উদযাপনের ভাবনা নেই। মেসি বলেন, ‘আলাদা করে ১০০০ তম ম্যাচে পৌঁছনোর উদযাপনের কোনও ভাবনা নেই। আমরা আরও একটা ধাপ সামনের দিকে এগোতে পেরেছি, এতেই খুশি। ম্যাচটা আমাদের কাছে খুবই কঠিন ছিল। সবদিক দিয়েই ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল। এই রকম একটা চ্যালেঞ্জিং ম্যাচ জিততে পেরে খুশি।’
জীবনের হাজারতম ম্যাচে গোল পেয়েছেন মেসি। তাঁর পা থেকেই এসেছিল আর্জেন্টিনার প্রথম গোল। কাতার বিশ্বকাপে তিন গোল করে ফেলেছেন। বিশ্বকাপে দেশের হয়ে গোল করার দিক দিয়ে টপকে গেছেন কিংবদন্তী প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়োগো মারাদোনাকে। বিশ্বকাপে ২১ ম্যাচে ৮ গোল করেছিলেন মারাদোনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করার পর মেসির গোল সংখ্যা ৯। মারাদোনার থেকে অবশ্য ২টি ম্যাচ বেশি খেলেছেন। সামনে শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তাঁর গোল সংখ্যা ১০। অর্থাৎ বাতিস্তুতাকে টপকে যেতে মেসির দরকার আর মাত্র ২ গোল। দুরন্ত ছন্দে থাকা মেসি কাতারেই টপকে যেতে পারেন বাতিস্তুতাকে।
❤ Support Us