Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১২, ২০২৩

আবার ফুটবল মাঠে মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার ফুটবল মাঠে মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপ ছেড়ে এশিয়া মহাদেশে এবং লিওনেল মেসি আমেরিকায় পাড়ি দেওয়ায় এই দুই ফুটবল মহারথীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আবার সম্মুখ সমরে নামছেন বিশ্বের এই দুই ফুটবল মহাতারকা। আর সেই সুযোগ এনে দিয়েছে ইন্টার মায়ামি ও আল নাসের।

সৌদি আরবের রিয়াদ সিজন কাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি। এটাই তাদের প্রথম আন্তর্জাতিক সফর। ২৯ জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। নেইমার সুস্থ থাকলে এই ম্যাচে তাঁরও মুখোমুখি হতেন লিওনেল মেসি। কিন্তু নেইমার চোটের কবলে থাকায় ফুটবলপ্রেমীদের মেসি- নেইমারের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হতে হচ্ছে।

তবে রোনাল্ডো মেসির দ্বৈরথ দেখার সুযোগ হাতছাড়া হচ্ছে না ফুটবলপ্রেমীদের। ১ ফেব্রুয়ারি আল নাসেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসি ও রোনাল্ডো। এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন এই দুই ফুটবল তারকা। দুজনের মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে রয়েছেন মেসি। তিনি  জিতেছেন ১৬ ম্যাচ। রোনাল্ডো জিতেছেন ১০টি ম্যাচে। ৯টি ম্যাচ ড্র হয়েছে। ৩৫টি ম্যাচে মেসি গোল করেছেন ২১টি, সহায়তা করেছেন ১২ বার। রোনাল্ডোর গোল ২০টি, সহায়তা করেছেন ১ বার।

মেসি-রোনাল্ডোর দুই রথের কথা ঘোষণা হতেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ইন্টার মায়ামির প্রধান বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি বলেছেন, ‘এই ম্যাচের মাধ্যমে ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ। সৌদি আরবের নতুন সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমরা রোমাঞ্চিত। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মরশুমে আমাদের কৌশল ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমরা আমাদের গ্রুপের দুই ম্যাচ আল নাসের ও আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!