Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৭, ২০২৪

ভোট প্রয়োগে শেষবেলায় বাংলাকে টেক্কা অসমের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট প্রয়োগে শেষবেলায় বাংলাকে টেক্কা অসমের

শেষ বেলায় চালিয়ে ব্যাট করে ভোটপ্রয়োগের নিরিখে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলল অসম। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে ভোটের শতাংশ ৭৪.৮৬। ৭৩.৯৩ শতাংশ ভোটে সামান্য পিছিয়ে এ রাজ্য।

চলছে তৃতীয় দফা নির্বাচন। মোট ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪ টি লোকসভা কেন্দ্রের ১৩৫২জন প্রার্থীর আজ অগ্নিপরীক্ষা, এঁদের ১২১১ জন পুরুষ, ১২১ মহিলা। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, গুজরাত, কর্ণাটক, মধ্য প্রদেশ, অসম, বিহার, ছত্তিসগড়,গোয়া, পশ্চিমবঙ্গ, জম্মু -কাশ্মীর, দাদরা নগর হাভেলি, দমন দিউ-এর অন্তর্গত এসব কেন্দ্র। শেষ হাসি কে হাসে তা জানার জন্য অপেক্ষা ৪জুন।

পশ্চিমবঙ্গে ভোট প্রয়োগে এগিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। সাড়ে ৫টা পর্যন্ত সেখানে ভোট দানের হার ৭৬.৪৯। তার পরে রয়েছে ৭৩.৬৮ শতাংশ নিয়ে মালদা দক্ষিণ। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রের থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর আসতে থাকে।সবচেয়ে বেশি অভিযোগ আসে বামেদের তরফ থেকে। কোথাও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে হিটলার সরকার নামে এক ব্যক্তি মারধোরের অভিযোগ আনেন। মালদা দক্ষিনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠেছে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মালদার করিমপুরে তৃণমূলের বিরুদ্ধে উঠেছে বুথ জ্যামের অভিযোগ। মুর্শিদাবাদের খড় গ্রামে আবার ভোট দিলেই মিলছে ডিম ভাত। আবার কোথাও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উঠেছে ভোটারদের ঘুগনি মুড়ি খাওয়ানোর অভিযোগ।

মালদার চাঁচলে বোমা মারার হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে ছাপ্পা ভোটের অভিযোগ, যা স্বীকার করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিজেই। মালদা উত্তরের হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে একজন ভোটারও প্রয়োগ করেননি তাঁর অধিকার। পরিবর্তে রাস্তায় বসে সড়ক ও সেতু তৈরির দাবি তুলে এলাকার মহিলারা বিক্ষোভ প্রদর্শন করেন।
অনেক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা আজ, যার মধ্যে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডিম্পল যাদব ,শিবরাজ সিং চৌহান প্রমুখ। পরবর্তী দফা নির্বাচন ১৩মে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!