- এই মুহূর্তে
- মে ২৫, ২০২২
প্রথম হতে পারব না’, পরিবারের সম্মান ‘বাঁচাতে’ ফলপ্রকাশের আগেই আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

প্রতীকী চিত্র ।
‘প্রথম হতে পারব না। তাই আর নিজেকে বাঁচাতে পারলাম না।’ ফলপ্রকাশের আগেই সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল মাধ্যমিক পরীক্ষার্থী।মাধ্যমিকের রেজাল্ট এখনও বেরয়নি। কিন্তু তার আগেই আশানুরূপ ফল হবে না ধরে নিয়ে আত্মঘাতী হল একজন ছাত্রী । নাম বৃষ্টি পোদ্দার। বয়স ১৬ বছর। মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যে ওই পরীক্ষার্থী বেশ মানসিক চাপে ছিল, তা স্পষ্ট তার লেখা সুইসাইড নোটেই।
ঘটনাটি ঘটেছে মছলন্দপুরের সাদপুর এলাকায়। বৃষ্টি পোদ্দার নামে ওই ছাত্রী মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এদিন নিজের ঘরেই গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
দেহ উদ্ধারের পর তড়িঘড়ি ওই ছাত্রীকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘরের ভিতর দেহের পাশ থেকে উদ্ধার হয় সুইসাইড নোটটি। যাতে দেখা যায় যে লেখা রয়েছে, ‘আমি প্রথম হতে পারব না। পরিবারের সম্মান যাতে ধুলোয় মিশে না যায়, তাই নিজেকে শেষ করে দিলাম।’
❤ Support Us